শিরোনাম
তরুন প্রজন্ম প্রযুক্তিতে খুবই এক্টিভ, মির্জা ফকরুল ইসলাম আলমগীর   » «    আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করছে পুলিশ   » «    দৈনিক কালবেলার বাকেরগঞ্জ প্রতিনিধির উপর হামলার মামলায় পলাতক আসামি শহিদ গ্রেপ্তার   » «    বাকের গঞ্জে বাস- ট্রাক সংঘর্ষে ১ এক জন নিহত এবং আহত ৭ সাত জন   » «    মামলা নিয়ে রাসু-পারভেজের বানিজ্য : জায়গার বিরোধ শেষ করলেই মামলা থেকে মুক্তি   » «   

ব্রাহ্মণপাড়ার আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়া  কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৮ জানুয়ারি) দুপুরে প্রতিষ্ঠানটির মিলনায়তনে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম।
সভায় কলেজটির শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন প্রভাষক জাকির হোসেন, মো. সাইফুল ইসলাম, জিয়াউল করিম ও রেজাউল করিম। কলেজ পরিচালনা কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন বিদ্যোৎসাহী সদস্য আবদুল কাইয়ুম আজাদ। এছাড়া অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন মো. মমিনুল ইসলাম, মাজেদুল ইসলাম, ডাক্তার মানিক মিয়া প্রমূখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ ফারহানা পৃথা বলেন, একজন শিক্ষক মানুষ, সমাজ ও জাতি গড়ার কারিগর। সুস্থ দেশ গড়ার জন্য চাই একজন শিক্ষক। উল্লেখ্য, শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষা প্রশাসন, যোগ্য শিক্ষকমণ্ডলী ও কারিকুলামের ওপর নির্ভর করে মানসম্মত শিক্ষা অর্জন সম্ভব। শিক্ষকদের শ্রেণিকক্ষে প্রত্যুৎপন্নমতিত্ব ও বুদ্ধিমত্তার সাথে ব্যাখ্যা বিশ্লেষণ, তথ্য-উপাত্তসহ মানসম্মত পাঠদানের অভিনবত্ব সৃষ্টির মাধ্যমেই নিশ্চত হবে শিক্ষার গুণগত মান।
এছাড়া, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই পড়ার মধ্যে পাসের সীমাবদ্ধ না রেখে মূল্যবোধ  শিক্ষা, নৈতিক শিক্ষা, বিনয় ও ন্যায়ের পথে পরিচালিত করার দীক্ষা অবশ্যই আমাদের শিক্ষকদের দিতে হবে। তিনি বলেন, অভিভাবকদের সাথে শিক্ষকদের সমন্বয় করা দরকার। শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ। প্রতিটি অভিভাবক অন্তত সপ্তাহে একদিন শিক্ষকদের সম্মানের সহিত ছাত্রদের বিষয়ে জানতে চাইবেন। শুধু নিজের সন্তানকে সন্তান মনে করলে হবে না। শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটি সন্তানকে সমান চোখে দেখা উচিত। নিজের সন্তানকে তাগিদ দেওয়ার পাশাপাশি পার্শ্ববর্তী অন্যের সন্তানকেও জানতে হবে। শিক্ষককে জিজ্ঞাসা করতে হবে। এক্ষেত্রে আপনার সন্তানের পরোক্ষভাবে উপকার হবে।
সৈয়দ ফারহানা পৃথা আরও বলেন, লেখাপড়ার বিষয়ে কোনো সমস্যা দেখা গেলে শিক্ষার্থীরা তা অবশ্যই শিক্ষকদের জানাতে হবে। দুর্বল শিক্ষার্থী বন্ধুদের প্রতি কখনো খারাপ আচরণ করা যাবে না। তারা যাতে ভালো হয় সেদিকে সাহায্য করতে হবে। শ্রেণিকক্ষে শিক্ষক যাতে সুবিধামতো পড়াতে পারেন সে বিষয়ে শিক্ষককে সহযোগিতা করতে হবে। প্রতিদিনের পড়া প্রতিদিন ক্লাসে শেষ করতে হবে। শিক্ষার্থীদের মাঝে পরিষ্কার-পরিচ্ছন্নতা জ্ঞান বৃদ্ধির জন্য সকলের পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে শিক্ষক ও শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি করা প্রয়োজন। এতে শিক্ষার্থীরা যেমন একটি পরিচ্ছন্ন বিদ্যালয় পাবে তেমনি তারা কর্মঠ, উদ্যমী ও স্বাবলম্বী হবে এবং পরিচ্ছন্ন থাকার জ্ঞান লাভ করবে। সবশেষে তিনি বলেন, আমাদের শিক্ষার মান উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * ব্রাহ্মণপাড়ার আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
সাম্প্রতিক সংবাদ