শিরোনাম
সরকার মানবিক গণতান্ত্রিক না হলে পোষাক পরিবর্তনে পুলিশ বাহিনীর চরিত্র পরিবর্তন হয় না   » «    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় পাঁচবিবির সাবেক মেয়র হাবিব গ্রেপ্তার   » «    শিবগঞ্জ সোনামসজিদ বিওপি সম্মেলন কক্ষে বিজিবি ও বিএসএফ কমান্ডার পর্যায়ে বৈঠক সীমান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ   » «    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মারামারি, আহত ৭   » «    শহীদ রাকিবের কন্যাকে তারেক রহমানের দেয়া আংটি উপহার দেওয়া হয়   » «   

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর জেলা শাখার সদস্য সমাবেশ ও আংশিক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ফরিদপুর জেলা শাখার সদস্য সমাবেশ ও আংশিক কমিটি গঠন করা হয়েছে। ফরিদপুর জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি হিসেবে হাফেজ মোহাম্মদ ওবায়দুল্লাহ ও সেক্রেটারি সালাউদ্দিন মোল্লাকে নির্বাচিত করা হয়।
 শহরের মুজাহিদ সড়ক এর ফরিদপুর আইডিয়াল মাদ্রাসার বালক শাখায় ছাত্র শিবিরের ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনটির সাবেক জেলা সভাপতি আব্দুল হামিদ এর সভাপতিত্বে ও ফরিদপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠেয় ওই সমাবেশে সংগঠনটির জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
ছাত্র শিবিরের ওই সভায় উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী বাংলাদেশ ফরিদপুর জেলা আমীর মাওলানা বদরুউদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিরৎ তথ্য সম্পাদক আব্দুল্লাহ গালিব, ফরিদপুর শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি আকমল, শহর শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম (রত্ন) প্রমুখ। এছাড়াও এসময় ফরিদপুরের সংগঠনটির অন্যান্য ইউনিটের সদস্য ও শিবির কর্মীরা উপস্থিত ছিলেন।
সদস্য সমাবেশে বক্তারা বলেন, ছাত্রশিবির সবসময় ছাত্রদের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে বিএনপি, ছাত্রদলসহ কিছু ছাত্র সংগঠন শিবিরের বিরুদ্ধে নানামুখী সমালোচনা করে যাচ্ছে, যার কোন সত্যতা নেই। আমরা ঐক্যবদ্ধ থেকে কাজ করতে পারলে, আমাদের বিজয় সুনিশ্চিত।
ছাত্র শিবিরের ওই সমাবেশ থেকে সংগঠনটির নতুন জেলা সভাপতি হিসেবে হাফেজ মো. ওবায়দুল্লাহ ও সেক্রেটারি হিসেবে মো. সালাউদ্দিন মোল্লার নাম ঘোষণা করা হলে তারা জানান, ‘শৃঙ্খলা বজায় রেখে ইসলামী ছাত্রশিবিরকে ফরিদপুর জেলার সকল ছাত্রসংগঠন অপেক্ষা শক্তিশালী ছাত্রসংগঠন হিসেবে শক্তিশালী  হিসেবে দেখাবে উল্লেখ করেছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সাম্প্রতিক সংবাদ