শিরোনাম
কুষ্টিয়া সীমান্তে উদ্ধার ভূখণ্ডে সীমান্ত পিলার স্থাপন করবে বিজিবি    » «    চট্টগ্রামে জলাবদ্ধতা: চার উপদেষ্টার হাতে নগরীর ভাগ্য   » «    ফরিদপুরে রিকশার ব্যাটারি চুরির করে কিশোর রিকশাচালক হোসাইন কে হত্যা গ্রেপ্তার -৩   » «    গাজা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা   » «    মানসিক চাপ হলেই কেন মুখে ব্রণ বাড়ে, সমাধান কী?   » «   

সালমান খানের মুম্বাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

 

মুম্বাইয়ে সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় পার হয়েছে ৮ মাস। এতোদিন পর, বলিউড সুপারস্টার সালমানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সুপারস্টার সালমানের বাড়ির জানালাগুলো বুলেটপ্রুফ করা হয়েছে। এছাড়াও হাই-টেক নিরাপত্তা ব্যবস্থা স্থাপন করা হয়েছে। পাশাপাশি হাই রেজোলিউশনের সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হয়েছে।

সালমান খান যেখান থেকে তার ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন সেই বারান্দাটি সুরক্ষিত করার জন্য বুলেটপ্রুফ কাচ স্থাপন করা হয়েছে। সালমানের বাড়ির নতুন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইতোমধ্যে সামজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও পোস্ট করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * সালমান খানের মুম্বাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার
সাম্প্রতিক সংবাদ