শিরোনাম
কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত   » «    ফ‍্যাসিবা আ’ওয়ামী সরকারের সকল মামলায় খালাস “বাবর” মদনে আনন্দ মিছিল   » «    দৌলতপুরে ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি এলমেচ গ্রেফতার   » «    ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২   » «    সবজিতে স্বস্তি ফিরলেও চড়া মাছ-মুরগি ও চালের বাজার   » «   

সাতক্ষীরায় ম্যাপ অনুযায়ী মরিচাপ নদী খননের দাবীতে মানববন্ধন

সাতক্ষীরা :
সাতক্ষীরার আশাশুনিতে সিএস বা এসএ ম্যাপ অনুযায়ী মরিচাপ নদী খননের দাবীতে মানববন্ধন করেছে  স্থানীয় এলাকাবাসী।
গ্রামবাসীর আয়োজনে মঙ্গলবার  (০৭ জানুয়ারি) সকাল ১১ টায় আশাশুনি উপজেলার চাপড়া মাধ্যমিক বিদ্যালয়র সামেন এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
প্রাক্তন শিক্ষক আব্দুল খালেকলর সভাপতিত্বে মানবন্ধন বক্তব্য রাখেন, বুধহাটা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নজরুল ইসলাম, আশাশুনি প্রেসক্লাবর সাবেক সভাপতি এসএম আহসান হাবিব স্থাণীয় বাসিন্দা ফকির মহিউদ্দীন, মাজিদা খাতুন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সিএস বা এসএ ম্যাপ অনুযায়ী মরিচাপ নদী খননের কথা থাকলও ঠিকাদার তার সুবিধা অনুযায়ী ইছামত নদী খনন কর যাছেন। খননের নকসা অনুযায়ী লাল পতাকা মারা ছিল কি তারা সটি না মেনললে আমাদের রেকাডীয় জমির উপর দিয়ে।নদী খনন করে যাছেন। যার ফলে মরিচাপ নদীর তীর থাকা চাপড়া মাধ্যমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসাসহ একাধিক প্রতিষ্ঠান ও শত শত পরিবার ভাঙন ঝুকিত রয়েছে।
বক্তারা এ সময় সিএস বা এসএ ম্যাপ অনুযায়ী মরিচাপ নদী খনর জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তপক্ষর আশু হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * সাতক্ষীরায় ম্যাপ অনুযায়ী মরিচাপ নদী খননের দাবীতে মানববন্ধন
সাম্প্রতিক সংবাদ