বাউফলে উপজেলা নির্বাহী অফিসার সাথে সাংবাদিকদের মতবিনিময়
বাউফল, পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল ইসলাম। মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাউফল প্রেসক্লাব সাবেক সাধারন সম্পাদক মাইটিভি প্রতিনিধি অহিদুজ্জামান ডিউক পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাউফল প্রেসক্লাবের সভাপতি মোঃ জলিলুর রহমান, সাংবাদিক সাইফুল ইসলাম, সাবেক সহসভাপতি আসাদুজ্জামান সোহাগ, যুগ্ন সাধারন সম্পাদক মনিরুজ্জামন হিরোন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুনঞ্জুর মোর্শেদ, প্রেসক্লাবের সদস্য অধ্যাপক অহিদুজ্জামন সুপন, মোঃ দেলোয়ার হোসেন, আনন্দ টিভি জেলা প্রতিনিধি নাজিম উদ্দিন প্রমুখ।