বরিশালে সিটি কর্পোরেশনের দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ
বরিশাল প্রতিনিধি:
বরিশাল সিটি কর্পোরেশনের দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ করেছে সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়ন।
অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর মানবিক ও নৈতিক দায়িত্বের অংশ হিসেবে সিটি কর্পোরেশনের ১২০ জন দৈনিক মজুরি ভিত্তির দরিদ্র কর্মচারীদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
৬/১/২০২৫ ইং মঙ্গলবার বেলা ১১ টায় বরিশাল সিটি করপোরেশনের কর্মচারী ইউনিয়নের সভাপতি নুরে আলমের সভাপতিত্বে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সিটি করপোরেশনের সদস্য সচিব রুন্মা সিকদার। অনুষ্ঠানে অন্যান্য দের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সহ- সভাপতি সালাউদ্দিন ভুইয়া,ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান ।