শিরোনাম
সরকার মানবিক গণতান্ত্রিক না হলে পোষাক পরিবর্তনে পুলিশ বাহিনীর চরিত্র পরিবর্তন হয় না   » «    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় পাঁচবিবির সাবেক মেয়র হাবিব গ্রেপ্তার   » «    শিবগঞ্জ সোনামসজিদ বিওপি সম্মেলন কক্ষে বিজিবি ও বিএসএফ কমান্ডার পর্যায়ে বৈঠক সীমান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ   » «    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মারামারি, আহত ৭   » «    শহীদ রাকিবের কন্যাকে তারেক রহমানের দেয়া আংটি উপহার দেওয়া হয়   » «   

চট্টগ্রাম নগরীর ওয়ার্ড ও থানা কমিটি কাউন্সিলের মাধ্যমে গঠনের সিদ্ধান্ত

গতকাল ৬ জানুয়ারি, সোমবার চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে মহানগর বিএনপির সাংগঠনিক সভায় আগামী ১০ দিনের মধ্যে ৪৩টি ওয়ার্ড ও ১৫ টি থানার আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। দলের দু’দিনে আন্দোলন–সংগ্রামে অংশ নেয়ার পাশাপাশি সামাজিক মর্যাদা আছে এমন ব্যক্তিরাই প্রাধান্য পাবেন আহ্বায়ক কমিটির শীর্ষ পদে। এ আহ্বায়ক কমিটি গঠনের দুই মাসের মধ্যে কাউন্সিল করা হবে থানা ও ওয়ার্ডে। যারা কাউন্সিলে সভাপতি–সাধারণ সম্পাদক প্রার্থী হবেন তারা আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব হতে পারবেন না।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক এই সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিভাগের অধীন বিএনপির মহানগর ও জেলাসমূহে সম্মেলন ও কাউন্সিল করার দায়িত্ব পাওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান।

নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা গণমাধ্যমকে বলেন, প্রথমে থানায় আহ্বায়ক কমিটি করা হবে। থানা কমিটি ওয়ার্ডে আহ্বায়ক কমিটি গঠন করে দিবে। এরপর ইউনিট কমিটি গঠন শেষে পুনরায় ইউনিট থেকে ওয়ার্ড ও থানায় কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম বলেন, আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে থানা ও ওয়ার্ড কমিটি গঠন ও কাউন্সিল সম্পন্ন করতে হবে। তিনি বলেন, নগর বিএনপির বিদ্যমান কমিটিতে আমাদের অনেক সহকর্মী বাদ পড়েছেন যারা যোগ্য ও ত্যাগী। এতে তারা হতাশাগ্রস্ত। তাদের কমিটিতে যুক্ত করার প্রস্তাব করেছি। এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে আশ্বস্ত করেছেন অ্যাডভোকেট আহমেদ আযম খান। এছাড়া কমিটিতে মহিলা নেত্রীদের মধ্যে থেকে একজন নারী প্রতিনিধি এবং ভিন্ন ধর্মাবলম্বীদের মধ্যে থেকে একজনকে অর্ন্তভুক্ত করার প্রস্তাব করি। সেটাও বিবেচনায় নেয়া হয়েছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান সাংগঠনিক সভায় বলেন, চট্টগ্রাম নগর বিএনপিকে পুনর্গঠন করার জন্য যে আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে, সেটি তৃণমূল থেকে গণতান্ত্রিকভাবে ওয়ার্ড ও থানা পর্যায়ে কাউন্সিল করেই নগরের কাউন্সিল করবে। কোথাও অগণতান্ত্রিকভাবে মনোনীত কোনো কমিটি হবে না। কমিটি হবে তৃণমূল থেকে নির্বাচনের মাধ্যমে এবং সকলের ভোট ও পুরো ইউনিটের মতামতের মাধ্যমে। আগে যেমন ছিল ইউনিটের সভাপতি–সাধারণ সম্পাদক মতামত দিতেন, এখন আর তেমন হবে না। ইউনিটের প্রত্যেকের মতামত গ্রহণ করা হবে নেতা নির্বাচনের জন্য।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর এরশাদ উল্লাহকে আহ্বায়ক ও নাজিমুর রহমানকে সদস্য সচিব করে ৫৩ সদস্যের চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি গঠন করা হয় এবং

এতে নগর বিএনপির আওতাধীন থানা ও ওয়ার্ড কমিটি পুর্নগঠনের সিদ্ধান্ত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * চট্টগ্রাম নগরীর ওয়ার্ড ও থানা কমিটি কাউন্সিলের মাধ্যমে গঠনের সিদ্ধান্ত
সাম্প্রতিক সংবাদ