শিরোনাম
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মারামারি, আহত ৭   » «    শহীদ রাকিবের কন্যাকে তারেক রহমানের দেয়া আংটি উপহার দেওয়া হয়   » «    বুটেক্সের নতুন প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান   » «    চালের দাম বাড়ার সুযোগ আর থাকবে না : চট্টগ্রামে খাদ্য উপদেষ্টা   » «    লালমনিরহাটে পথচারীর অন্ডকোষ কামড়ে নিয়ে গেছে শিয়াল   » «   

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে

ফরিদপুরের গেরদায় রেলগেট অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত হয়েছেন।  মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিয়ে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের গেরদা রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীবাজার দিক থেকে আসা একটি মাইক্রোবাস দ্রুত গতিতে গেরদা রেলগেট ক্রসিং করছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস নামক একটি ট্রেন ওই মাইক্রোবাসটিকে ধাক্কা দিয়ে প্রায় ১০০ মিটার দুরে নিয়ে যায়। একপর্যায় মাইক্রোবাসটি ধুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে থাকা একটি পুকুরের পানিতে পড়ে যায়। তখন মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণ হয়।

এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন অন্তত ২ জন। মাইক্রোবাসে থাকা ১০ থেকে ১১ জন যাত্রী সম্ভবত কোনো অনুষ্ঠানে যাচ্ছিলেন বলে ধারনা করা হচ্ছে। দুর্ঘটনাস্থলের ওই রেল ক্রসিংয়ে কোন গেটম্যান নেই। যে কারণে এই দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা জানান, মর্মান্তিক এই দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। দুই জন আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

তিনি বলেন, দুঃখের বিষয় গুরুত্বপূর্ণ ওই ক্রসিংয়ে কোনো গেটম্যান না থাকায় এমন দুর্ঘটনা ঘটল। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহতরা নারায়নগঞ্জের বাসিন্দা। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকুরে
সাম্প্রতিক সংবাদ