শিরোনাম
সরকার মানবিক গণতান্ত্রিক না হলে পোষাক পরিবর্তনে পুলিশ বাহিনীর চরিত্র পরিবর্তন হয় না   » «    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় পাঁচবিবির সাবেক মেয়র হাবিব গ্রেপ্তার   » «    শিবগঞ্জ সোনামসজিদ বিওপি সম্মেলন কক্ষে বিজিবি ও বিএসএফ কমান্ডার পর্যায়ে বৈঠক সীমান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ   » «    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মারামারি, আহত ৭   » «    শহীদ রাকিবের কন্যাকে তারেক রহমানের দেয়া আংটি উপহার দেওয়া হয়   » «   

রায়পুরে দেড়’শ বছরের পুরনো কাচারী ঘর জবর দখলের অভিযোগ

 রায়পুর  লক্ষ্মীপুর  প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রায়পুরে প্রায় দেড়’শ বছরের পুরনো একটি বাড়ির কাচারী ঘর জবর দখলের অভিযোগ উঠেছে হাবিবুল্লাহ সোহেল (৩৫) নামক এক আওয়ামী ওলামা লীগ নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রায়পুর উপজেলাধীন ৫নং ইউপির ৩নং ওয়ার্ডস্থ মজুমদার বাড়িতে। উল্লেখিত বাড়ির লোক জনের অভিযোগের ভিত্তিতে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে দেখাযায়, একই বাড়ির মৃত আব্দুল মান্নানের ছেলে হাবিবুল্লাহ সোহেল উক্ত বাড়ির এজমালী সম্পত্তির উপর নির্মিত প্রায় দেড়’শ বছরের পুরনো একটি পরিত্যাক্ত কাচারী ঘর দখলের উদ্দেশ্যে (কাচারি) ঘরের ভিতর দিয়েই আরসিসি পিলার উঠিয়ে তার ব্যাক্তিগত সম্পত্তি বলে দাবি করছেন, কিন্ত বাড়ির লোকজন এতে বাধাগ্রস্থ করলে সে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে বাড়ির লোকদেরকে নানান রকম ভয়-ভীতি প্রদর্শন করছেন বলে জানান উল্লেখিত বাড়ির অন্য লোকজন।
অভিযোগকারী মোঃ নুর হোসেন,সফিউল্লাহ,ছৈয়দ আহাম্মদ মজুমদার ও দেলোয়ার হোসেন দেলু গং জানান তারা তাদের পূর্ব পুরুষদের ব্যাবহারকারী এবং বাড়ির এজমালী সম্পত্তির উপর নির্মিত এই কাচারী ঘরটি বংশানুক্রমে ব্যাবহার করে আসছেন, কিন্ত অভিযুক্ত সোহেল তার ব্যাক্তিগত প্রভাব খাটিয়ে হামলা-মামলার ভয়-ভীতি প্রদর্শন করে উক্ত কাচারী ঘর তাদের নিজ সম্পত্তি বলে দাবি করছেন। বাড়ির লোকজন বলেন তৎকালীন আওয়ামী সরকারের আমলে সোহেল নিজেকে আওয়ামী ওলামা লীগের নেতা বলে নিজের পরিচয় তুলে ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। অভিযুক্ত সোহেলের মা’ শাহানা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন তাদের ব্যাক্তিগত ৬২শতাংশ জমির উপর কাচারী ঘরটি নির্মিত,এই কাচারী ঘরের সম্পত্তি আমাদের ব্যাক্তিগত। অভিযুক্ত সোহেল বলেন ৬২ শতক জমির মধ্যে আমাদের এখনও ১৪/১৫ ডিসিম সম্পত্তি শর্ট আছে, এই জায়গাটি আমাদের, এবং থানায় আমি অভিযোগ দিলে তাদের তত্বাবধানে জায়গাটি আমাদেরকে বুঝিয়ে দেন। ওলামা লীগ নেতা বলে প্রচার করা কথাটিও সত্য নয় বলে তিনি জানান। পরস্পর বিরোধী বক্তব্যে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বিষয়টি নিয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন পাড়া প্রতিবেশীগণ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * রায়পুরে দেড়’শ বছরের পুরনো কাচারী ঘর জবর দখলের অভিযোগ
সাম্প্রতিক সংবাদ