চট্টগ্রাম আদালত থেকে ১৯১১টি মামলার নথি গায়েব
![](https://bangla.fm/files/uploads/2025/01/CTG-Adalot.png)
আদালত সূত্রে জানা গেছে, চট্টগ্রাম মহানগর আদালত ভবনের তৃতীয় তলায় মহানগর পিপির কার্যালয়। এটির পাশে মহানগর দায়রা জজ আদালতের এজলাস ও খাস-কামরা। দিনভর আইনজীবী ও বিচারপ্রার্থীদের পদচারণা থাকলেও সন্ধ্যার পর থেকে আদালত ভবনে নিরাপত্তা জোরদার থাকার কথা। আদালতের প্রত্যেক ফ্লোরে রয়েছে সিসিটিভি ক্যামেরাও। আদালত থেকে মামলার নথি হারিয়ে যাওয়ার ঘটনায় বিস্মিত আইনজীবীরা। ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছেন তারা।
কয়েকজন আইনজীবী বলেন, মামলার সিডি আদালতে যথাযথ প্রমাণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অভিযোগপত্রসহ আদালতে সিডি জমা দিতে হয়, এবং সিডি না থাকলে মামলার সাক্ষ্য নেওয়া কঠিন হয়ে পড়ে। ৫ থেকে ১০ বছর পরও সিডি থেকে মামলার অগ্রগতির তথ্য জানা যায়, যা না থাকলে মামলার সঠিক বিচার পাওয়া কঠিন।
জিডিতে বলা হয়েছে, চট্টগ্রাম মহানগর পিপি কার্যালয়ে ২৮ থেকে ৩০টি আদালতের কেস ডকেট রক্ষিত ছিল। পিপি কার্যালয়ে জায়গা-স্বল্পতার কারণে ২০২৩ সালের ২৪ এপ্রিল থেকে পিপি কার্যালয়ের সামনের বারান্দায় প্লাস্টিকের বস্তায় ১ হাজার ৯১১টি মামলার কেস ডকেট পলিথিনে মোড়ানো অবস্থায় রাখা ছিল। আদালতের অবকাশকালীন ছুটির সময় অফিস বন্ধ থাকায় গত ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে নথিগুলো হারিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। বিষয়টি থানায় ডায়েরিভুক্ত করে রাখার জন্য আবেদন করা হলো।
মহানগর পিপি মফিজুল হক ভূঁইয়া জানান, ১ হাজার ৯১১টি মামলার সিডি কে বা কারা নিয়ে গেছে। নথিগুলো রাখার জন্য কক্ষ পাওয়া যাচ্ছে না। যার কারণে এসব নথি বারান্দায় রাখা হয়েছিল।
কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, মহানগর পিপির কার্যালয়ের সামনে রাখা ১ হাজার ৯১১ মামলার নথি হারানোর ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।