শিরোনাম
কুষ্টিয়া সীমান্তে উদ্ধার ভূখণ্ডে সীমান্ত পিলার স্থাপন করবে বিজিবি    » «    চট্টগ্রামে জলাবদ্ধতা: চার উপদেষ্টার হাতে নগরীর ভাগ্য   » «    ফরিদপুরে রিকশার ব্যাটারি চুরির করে কিশোর রিকশাচালক হোসাইন কে হত্যা গ্রেপ্তার -৩   » «    গাজা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা   » «    মানসিক চাপ হলেই কেন মুখে ব্রণ বাড়ে, সমাধান কী?   » «   

শেরপুরে নকলায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার :

শেরপুরের নকলায় পরপর কয়েকটি মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মর্মাহত হয়ে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষার্থীর। সোমবার দুপুরের দিকে ছাত্র সমাজের উদ্যোগে ও আয়োজনে পৌর শহরের জনবহুল বিভিন্ন স্থানে মানববন্ধন, শোভাযাত্রা ও সড়ক অবরোধ করে তারা। ফলে সংশ্লিষ্ট জনবহুল রাস্তার একপাশে স্বাভাবিক যান চলাচল সাময়িক ভাবে বিঘœ ঘটে।

শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক চাই’, স্প্রিড ব্রেকার চাই ‘জেব্রা ক্রসিং চাই’, এমন বেশকিছু লেখা সমৃদ্ধ প্ল্যাকার্ড ও পোস্টার নিয়ে প্রায় ঘন্টা ব্যাপি মানববন্ধনে অংশ নিয়ে নিরাপদ সড়কের দাবিতে জাগ্রত ছাত্র সমাজের অবস্থান সংক্রান্ত স্লোগান দেয় তারা।

পরে শিক্ষার্থীরা নকলা থানা গেইটের সামনে থেকে দাবি আদায়ের একটি মিছিল নিয়ে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে ঢাকা-শেরপুর মহাসড়কে অবস্থান নেয়। এই খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র শিক্ষার্থীদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করেন।

আলোচনায় ইউএনও বলেন, উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে নকলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসের সামনেসহ গুরুত্বপূর্ণ স্থানে জেব্রা ক্রসিং, স্প্রিড ব্রেকার নির্মাণসহ ট্রাফিক ব্যবস্থা অধিকতর জোরদার করা হবে। এই আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে রাস্তা থেকে বাড়ি ফিরে যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * শেরপুরে নকলায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
সাম্প্রতিক সংবাদ