অবৈধভাব ভারতে যাওয়ার সময় সাতক্ষীরা সীমান্ত থেকে এক নারীসহ আটক-৩
সাতক্ষীরা :
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকক এক নারীসহ তিন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি সদস্যরা। বুধবার (০৫ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার ছয়ঘরিয়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল এলাকার রতন ঘোষর কন্যা তৃপ্তি বিশ্বাস (২০), একই এলাকার হারান বিশ্বাসর ছেলে বাবলা বিশ্বাস (১১) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার উপন চদ্র দাসের ছেলেনসুজন কুমার দাস (৩৮)।
সোমবার সকালে বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে ভারত যাওয়ার উদ্দেশ্য সাতক্ষীরার ছয়ঘরিয়া সীমান্ত এলাকায় কয়েকজন অপেক্ষা করছে এমন গোপন সংবাদর ভিত্তিতে কালিয়ানী বিওপির বিজিবি সদস্যরা সেখান কৌশল অভিযান চালায়। এ সময় সেখান থেকে এক নারীসহ তিন বাংলাদেশী নাগরিককে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে ।