শিরোনাম
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মারামারি, আহত ৭   » «    শহীদ রাকিবের কন্যাকে তারেক রহমানের দেয়া আংটি উপহার দেওয়া হয়   » «    বুটেক্সের নতুন প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান   » «    চালের দাম বাড়ার সুযোগ আর থাকবে না : চট্টগ্রামে খাদ্য উপদেষ্টা   » «    লালমনিরহাটে পথচারীর অন্ডকোষ কামড়ে নিয়ে গেছে শিয়াল   » «   

সুনামগঞ্জ সীমান্তে বিদেশি মদসহ ৩২ লাখ টাকার মালামাল জব্দ

 

 

সিলেট প্রতিনিধি:

 

বিদেশি মদ সহ ৩২ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)। রবিবার বিজিবি সিলেট সেক্টরের ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জ অধিনায়ক (সিও বিজিবি)  লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।

সিও বিজিবি জানান, ব্যাটালিয়নের চিনাকান্দি বিওপি সহ সীমান্তের বিভিন্ন বিওপির বিজিবি টহল দল রবিবার ভোরারাত থেকে অভিযান চালিয়ে ৩৫৭ বোতল বিদেশি মদ, ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ৫টি গবাধিপশু (গরু),১ হাজার কেজি জ্বালানী কয়লা,৩’শ কেজি কমলা, ৪২২৭ কেজি চিনি, ৩৫০ কেজি ফুসকা , একটি পিকআপ জব্দ করে। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৩২ লাখ টাকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * সুনামগঞ্জ সীমান্তে বিদেশি মদসহ ৩২ লাখ টাকার মালামাল জব্দ
সাম্প্রতিক সংবাদ