শিরোনাম
সরকার মানবিক গণতান্ত্রিক না হলে পোষাক পরিবর্তনে পুলিশ বাহিনীর চরিত্র পরিবর্তন হয় না   » «    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় পাঁচবিবির সাবেক মেয়র হাবিব গ্রেপ্তার   » «    শিবগঞ্জ সোনামসজিদ বিওপি সম্মেলন কক্ষে বিজিবি ও বিএসএফ কমান্ডার পর্যায়ে বৈঠক সীমান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ   » «    বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের মারামারি, আহত ৭   » «    শহীদ রাকিবের কন্যাকে তারেক রহমানের দেয়া আংটি উপহার দেওয়া হয়   » «   

সিলেটে ট্রাক ভর্তি ভারতীয় চিনির চালানসহ ড্রাইভার গ্রেফতার

সিলেট প্রতিনিধি:

সিলেটে ট্রাক ভর্তি ভারতীয় চিনির চালান সহ  আব্দুল আমিন ওরফে কালা মিয়া নামে এক  ড্রাইভারকে গ্রেফতার করেছে পুলিশ।
আব্দুল আমিন ওরফে কালা মিয়া সিলেটের সীমান্ত উপজেলা গোয়াইঘাটের হাটগ্রামের মৃত আব্দুর রবের ছেলে। রবিবার এসএমপির মিডিয়া অফিসার (এডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এডিসি জানান, এসএমপির শাহপরাণ (রহঃ) থানা ও শাহপরান (রহ:) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রর অফিসারগণ শনিবার রাতে   সিলেটের গোয়াইঘাট থেকে সিলেট নগরী অভিমুকী একটি ড্রাম ট্রাকে অভিযান চালায়। অভিযানে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে ২৪৫ বস্তা চিনি ও ড্রাম ট্রাকটি জব্দ করা হয়। একই সময় চিনি চোরাচালানে জড়িত থাকায় ট্রাক ট্রােইভারকেও গ্রেফতার করা হয়।
জব্দকৃত চিনিসহ ট্রাকের মুল্য প্রায় ৩৫ লাখ টাকা। রবিবার ট্রাক ড্রাইভারকে গ্রেফতার দেখিয়ে শাহপরাণ (রহঃ) থানায় চোরাচালান সহ সংশ্লিষ্ট ধারায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * সিলেট ট্রাক ভর্তি ভারতীয় চিনির চালানসহ ড্রাইভার গ্রেফতার
সাম্প্রতিক সংবাদ