শিরোনাম
লক্ষ্মীপুরে পুলিশের উপর হামলা! গ্রেফতার -১১   » «    প্রথমবারের মতো কাঁকড়ার সম্পূরক খাবার উদ্ভাবন করলেন নোবিপ্রবি গবেষক   » «    ভ্যাট-ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে ময়মনসিংহে এনডিএফের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত   » «    ভয়াবহ আগুনে পুড়ে ছাই হলিউড তারকাদের বিলাসবহুল প্রাসাদ   » «    হাইওয়ে পুলিশ ও কমিউনিটি ব্যাংকের সমঝোতা চুক্তি   » «   

চট্টগ্রামে ওয়ার্ড কাউন্সিলর এসরারুলের ঘনিষ্ঠ সহযোগী যুবলীগের সদস্য গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম মোট্রোপলিটন পুলিশ (সিএমপি)র চান্দগাঁও থানার অভিযানে ওয়ার্ড সাবেক ওয়ার্ম কাউন্সিলর এসরারুল এর ঘনিষ্ঠ সহযোগী যুবলীগ সদস্য মোঃ এরশাদ(৪০)কে গ্রেপ্তার করেছেন। চান্দগাঁও থানা সূত্রে প্রাপ্ত তথ্য মতে- অফিসার ইনচার্জ চান্দগাঁও থানা জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই/কাজী মনিরুল করিম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ইং ০৫/০১/২০২৪ তারিখ রাতে চান্দগাঁও থানাধীন উত্তর চান্দগাঁও শংকর দেওয়ানজীরহাট এলাকায় অভিযান পরিচালনা করিয়া চান্দগাঁও থানার মামলা নং-২৬, তারিখ-২০/০৯/২০২৪ইং, ধারা-143/147/148/149/326/307/302/109/34 The Penal Code, 1860 তৎসহ ধারা- 3A The Explosive Substances Act, 1908 মামলার তদন্তে প্রকাশিত আসামী মোঃ এরশাদ আলম (৪০), পিতা-মৃত ইব্রাহিম, মাতা-রওশন আরা বেগম, সাং-উত্তর চান্দগাঁও, বেপারী পাড়া, শংকর দেওয়ানজীরহাট, মিন্নাত আলী সওদাগরের বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করা হয়। উক্ত আসামী চান্দগাঁও থানার ওয়ার্ড কাউন্সিলর এসরারুলের ঘনিষ্ঠ সহযোগী।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সাম্প্রতিক সংবাদ