পীরগাছায় যুব সমাজের উদ্যোগে ভলিবল টুর্ণামেন্ট উদ্বোধন
পীরগাছা রংপুর প্রতিনিধি:
‘খেলাধূলায় মনোনিবেশ করি, মাদকমুক্ত দেশ গড়ি’-এই শ্লোগানে রংপুরের পীরগাছায় যুব সমাজের উদ্যোগে নাইট ভলিবল টর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) রাতে উপজেলার অনন্তরাম পুরাতন জামে মসজিদ সংলগ্ন মাঠে এই ভলিবল খেলার উদ্বোধন করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোফাচ্ছিরুল ইসলাম মিলন।
ওয়ার্ড বিএনপি সভাপতি শাহজালাল মিয়ার সভাপতিত্বে ও তারিকুল ইসলাম রাকিবের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ফজলু মিয়া, সমাজসেবক আব্দুল মজিদ মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নুর আহাদ মন্ডল, সদস্য সোহাগ মিয়া, পীরগাছা সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়জুর রহমান শান্ত, সহসভাপতি রাশেদ বাবু, ছাত্রনেতা কানন ও বাপ্পী।
এছাড়াও উপস্থিত ছিলেন খেলা আয়োজক সোহেল রানা, মহিদুল ইসলাম মোহন, সুমন, সাফিয়ার, আমিনুল ইসলাম অর্পণ সহ আরও অনেকে। উদ্বোধনী ম্যাচে সিনিয়র বনাম জুনিয়র মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়।