জুলাই অভ্যুত্থানে বিজয় একাত্তর হল অবদান, স্মৃতিচারণ এবং আহতদের মাঝে চিকিৎসা প্রণোদনা বিতরণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থানে বিজয় একাত্তর হল অবদান, স্মৃতিচারণ এবং আহতদের মাঝে চিকিৎসা প্রণোদনা বিতরণ করা হয়েছে।
৪ জানুয়ারি শনিবার রাত আটটায় বিজয় একাত্তর হল মিলনায়তনে বিজয় একাত্তর হল এর প্রাধ্যক্ষ অধ্যাপক ডক্টর স ম আলী রেজা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ নিয়াজ আহমেদ খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সিদ্দিকুর রহমান খান। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রাক্টর সাইফুদ্দিন আহমেদ। সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ইম্পেরিয়াল হেলথ কেয়ার বিডি এর পরিচালক সোহেল আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহবুবুর রহমান।