ভারতে ৫০ বিচারকের প্রশিক্ষণের সিদ্ধান্ত বাতিল
তীব্র সমালোচনার মুখে ভারতে ৫০ বিচারকের প্রশিক্ষণের সিদ্ধান্ত বাতিল হয়েছে। রোববার এ প্রজ্ঞাপন বাতিল করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
দেশের বিভিন্ন আদালতের ৫০ বিচারক ও বিচারক পদমর্যাদার কর্মকর্তা ১০ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের ভুপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ও স্টেট জুডিশিয়াল একাডেমিতে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেওয়া সিদ্ধান্ত হয়েছি।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রশিক্ষণ শাখা-১ থেকে গত ৩০ ডিসেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তীব্র সমালোচনার মুখে ভারতে ৫০ বিচারকের প্রশিক্ষণের সিদ্ধান্ত বাতিল হয়েছে।