শিরোনাম
যথা সময়ে ছলাত বা নামায আদায় করো   » «    সিরাজদিখানে অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদন বিহীন খাদ্য উৎপাদন   » «    কুষ্টিয়ায় নগদ টাকা ও ইয়াবাসহ বিএনপি নেতার স্ত্রী-‌ছে‌লে আটক   » «    আলেম, শিক্ষিত সমাজ ও দায়িত্বশীল বক্তব্য   » «    শরীয়তপুর জেলা পরিষদে দুদকের অভিযান, ২০টি প্রকল্পের অনিয়মের তদন্ত শুরু   » «   

হত্যা ও ধর্ষণ মামলার দুই পলাতক আসামি গ্রেফতার

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩ চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলার পলাতক আসামিদের গ্রেফতারে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে শনিবার (৪ জানুয়ারি) রাতে র‍্যাব-১৩-এর পৃথক দুটি অভিযানে হত্যা ও ধর্ষণ মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
প্রথম অভিযানে র‍্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর থানার ডাকেরপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান আসামি নাজমুল আকন্দকে গ্রেফতার করে। নাজমুল আকন্দ গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার মহিপুর গ্রামের মতলুবর আকন্দের ছেলে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
দ্বিতীয় অভিযানে র‍্যাব-১৩ সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের একটি দল নীলফামারী জেলার সৈয়দপুর থানার কামারপুকুর কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি লিখন ইসলামকে গ্রেফতার করে। লিখন ইসলাম নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার পানিয়ালপুকুর দেওয়ানীপাড়া গ্রামের এজিজুল ইসলামের ছেলে। ২০২৪ সালের ৬ অক্টোবর ডিমলা থানার চাপানী এলাকায় সংঘটিত অপহরণ ও গণধর্ষণের মামলার অন্যতম পলাতক আসামি ছিলেন তিনি।
র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট সাইফুল্লাহ নাঈম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এই দুটি মামলার আরও সাতজন পলাতক আসামিকে গ্রেফতারের জন্য র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত দুই আসামিকে ইতিমধ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাবের এই সফল অভিযান সমাজে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সাম্প্রতিক সংবাদ