চরভদ্রাসন কৃষক দলের ও বিএনপি’র ব্যানারে কম্বল বিতরণ
স্টাফ রিপোর্টার:
ফরিদপুরে চরভদ্রাসন উপজেলায় কৃষক দলেরওউপজেলা বিএনপি’র ব্যানারে চরভদ্রাসন ইউনিয়ন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২রাজানুয়ারি সকাল ১১ঘটিকা কম্বল ৮ শতাধিক পরিবারের মাঝে বিতরণ করা হয়।
জানা গেছে, চরভদ্রাসন উপজেলা কৃষক দলের ওউপজেলা বিএনপি’র উদ্যোগে চরভদ্রাসন ইউনিয়নে ৮ শতাধিক পরিবারের মাঝে একটি করে৮০০পিচ, চরভদ্রাসন উপজেলা চরঝাউকান্দায় ২০০টি পরিবারে ২০০পিচ কম্বল বিতরণ করা হয়।
দেখা গেছে, কম্বল বিতরণ অনুষ্ঠানে, উপজেলা বিএনপি’র সভাপতি পছন্দ মাফিক নেতাদের দিয়ে কম্বল বিতরণ করছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কুদ্দুস আলী ও বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো: নুরুমোল্লা , কৃষকদলের সভাপতি ফিরোজ আহমেদ কে দেখা যায়নি।
কয়েকজন বিএনপি নেতারা অভিযোগ করেছে, দলে ভেড়ানোর জন্য রাজনীতি একটি ইস্যু দাঁড় করা দরকার করানো এই কম্বল বিতরণ ইস্যুটাকে হিসেবে অনেকেই দেখছে।
আর জানা গেছে, কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, প্রবাসী আলমগীর কোবির,তার নিজস্ব অর্থায়নে দুস্তদের মাঝে কম্বল বিতরণের নির্দেশ দিলেও কম্বল বিতরণে চলছে অপরাজনীতি। তিনি তার ছোট ভাই হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির কেওকেউ দেখা যায়নি। কম্বল ভিতরে স্লিপ নিয়ে চলছে অপরাধনীতি, নিক্সন পন্থীদের তেলেশ মাটিতে চলছে কম্বল বিতরণ,। বিএনপি’র ব্যানারে কম্বল বিতরণ করলেও বিএনপি নেতাদের দেখা যায়নি। কম্বল বেতনে রাজনীতি কে ইস্যু করে রাজনীতি পদপদবি আশা করছে অনেকেই। কৃষকদলের পদ পদবিতে ও দেখা যাচ্ছে নিক্সনপন্থী সক্রিয় কর্মিরা রয়েছে। ত্যাগী নেতাদের করা হয়েছে বৈষম্য।যারা নিচ্ছেন পন্থীদের সাথে সহযোগিতা করেছিল এখন তাদের নিয়েই এই কম্বল বিতরণ চলছে। রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হলেও উপজেলা রাজনীতির প্রেক্ষাপট ভিন্ন। ৫ই আগস্টে পূর্বে বিএনপি’র একাংশ নিক্সন পন্থীদের সাথে সক্রিয় ছিল তাদের সিংহ বাঘ নেতা দেখা যাচ্ছে রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তনের তাররাই আগে। এতে বিএনপির তৃণমূল রাজনীতির নেতারা বৈষম্যের শিকার হচ্ছে। বিএনপির যেসব নেতারা মামলা মুকাদ্দমায় জর্জরিত ছিল এরাই এখন দূরে। থানায়ওউপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়। কয়েকজন জেল খাটা বিএনপি তৃণমূল নেতারা অভিযোগ করছে, পূর্বে যারা নিক্সন পন্থী সমর্থক কর্মীদের নেতাদের সাথে সক্ষতায় জেল জুলুম নির্যাতন না করেই সুবিধা গ্রহণ করেছিল এবং নির্বাচন অংশগ্রহণকারীরা উপজেলা প্রশাসনে বিএনপির নেতা হিসেবে দাপিয়ে বেড়াচ্ছে।