শিরোনাম
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম :আমিনুল হক   » «    থানায় লুট হওয়া অস্ত্রহ উদ্ধার   » «    জয়পুরহাটের কালায়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা   » «    মৌলভীবাজারে ১ কোটি ৩৮ লক্ষ টাকার মাদকদ্রব্য পুড়িয়েছে বিজিবি   » «    জয়পুরহাটে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ৯ দফা, অন্যথায় কঠোর অন্দোলনের আল্টিমেটাম   » «   

রাঙামাটিতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার :
রাঙামাটিতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের বৈঠকের পর সাংবাদিকদের সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ বলেন, লোকাল সমস্যাগুলো স্থানীয় ভাবে সমাধান করতে হবে ,জেলা পরিষদের নির্বাচন প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সমন্নয় করতে কাজ করছি, ৩০ ডিসম্বর সোমবার রাতে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয় স্থানীয় সরকার সংস্কার বিষয়ে  মতবিনিময় সভা শেষে অপেক্ষামান সাংবাদিক দের এসব কথা বলেন,তিনি বলেন পৃথক ভোটার তালিকা প্রণয়ন প্রয়োজন নেই, ঐক্যমতের ভিত্তিতে জেলা পরিষদের আইনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন সকলের মতামতের ভিত্তিতে গুরুত্ব দেয়া হবে।রাঙামাটির বিভিন্ন শ্রেণীর পেশাজীবি প্রতিনিধি দলের স্থানীয় সরকার কমিশনে মতবিনিময় অধিকাংশ সাংবাদিক অংশ গ্রহনে সুযোগ দেওয়া হয়নি। মতবিনিময় সভায় অংশগ্রহন করেন,কমিশনের চার সদস্য টিম- ইলোরা দেওয়ান স্থানীয় সরকার কমিশনের সদস্য, চাকমা সাকেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায় ,সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান,সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর চেয়ারম্যান গৌতম দেওয়ান,এ্যাড দীননাথ তঞ্চজ্ঞ্যা সভাপতি সুজন, জিসান বখতিয়ার সাধারণ সম্পাদক সুজন, এ্যাড সুম্মিতা চাকমা,এ্যাড.জুয়েল দেওয়ান, দুপ্রক সভাপতি ওমর ফারুক,সাবেক জেলা পরিষদের সদস্য মনিরুজ্জমান মহসিন,হাবিব আজম সভাপতি বাঙ্গালী ছাত্র পরিষদ ও সদস্য জেলা পরিষদ, সাগরিকা রোয়াজা সদস্যা জেলা পরিষদ, লুৎফরনেচ্ছা সদস্যা জেলা পরিষদ, এনজিও প্রতিনিধি আব্বাস উদ্দীন চৌধুরী ‘পাড়া ,সান্তনা খীসা,ফদা তং তং চাকমা, লেলুং খুমী,মাংইয়ং ম্রো,নেমকিম বম,অংচ মং মারমা,লুৎফর রহমান,জুয়ামলিয়ান আমলাই,মংনু মারমা,কৃপা ত্রিপুরা,ক্যাহ্লেচিং মারমা,বীরলাল তঞ্চজ্ঞ্যা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসিফ ইকবাল ও বিতর্কিত এনজিও প্রতিনিধি প্রমুখ।
উল্লেখ্য -পতিত সরকারের দোসর, ফ্যাসিস্ট, সুবিধাভোগি আর সাম্প্রদায়িকতার গোষ্ঠীর একপেশে লোকজন নিয়ে স্থানীয় সরকার সংস্কার কমিশনের বৈঠকের অভিযোগ ,রাঙামাটিতে অনুষ্ঠিত স্থানীয় সরকার সংস্কার কমিশনের সভায় বাধা প্রদান বৈষম্য ছাত্র ও সাধারণ ছাত্র সমাজের প্রতিনিধিরা। বিতর্কিত এনজিও প্রতিনিধি রা সব জায়গায় সংস্কার করার আগে নিজেরা সকল পদবী আমন্ত্রন দখল করেছে। এতে সংস্কার কমিশনের ব্যর্থতার ভার বিএনপি ও অন্য রাজনীতি দল নেবে না। ফলে জাতীয়তাবাদী দল (বিএনপি) পৌরসভার সচিব প্রকৌশলীসহ কেউ স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভায় অংশগ্রহন করেনি।
এদিকে রাঙামাটিতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ এনেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ও বৈষম্য ছাত্র আন্দোলন ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * রাঙামাটিতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের মতবিনিময় সভা
সাম্প্রতিক সংবাদ