কাপাসিয়ায় ছাত্র-জনতার উপর হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে কাপাসিয়া থানা পুলিশ।
শনিবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার সনমানিয়া ইউনিয়নের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ ইমরান (২৭), পিতা- সাফির উদ্দিন, সাং- সনমানিয়া) তিনি আওয়ামী যুবলীগের ৭নং ওয়ার্ড শাখার সভাপতি।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন জানান, যুবলীগ নেতা মো: ইমরানের বিরুদ্ধে ছাত্র-জনতার উপর হামলার মামলা রয়েছে মামলা নং-০১(৯)২৪। রবিবার তাকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হবে।