শিরোনাম
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম :আমিনুল হক   » «    থানায় লুট হওয়া অস্ত্রহ উদ্ধার   » «    জয়পুরহাটের কালায়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা   » «    মৌলভীবাজারে ১ কোটি ৩৮ লক্ষ টাকার মাদকদ্রব্য পুড়িয়েছে বিজিবি   » «    জয়পুরহাটে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ৯ দফা, অন্যথায় কঠোর অন্দোলনের আল্টিমেটাম   » «   

বিএনপির ৩১ দফা: ইতিবাচক প্রতিক্রিয়া প্রায় ৬৬% নেটিজেনের

স্টাফ রিপোর্টার :
বিএনপি প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার পরিকল্পনার ৩১ দফা নিয়ে দেশের নেটিজেনদের মধ্যে একটি গবেষণায় জানা গেছে, ৬৫.৯% নেটিজেন এই প্রস্তাবনার প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। অন্যদিকে, ২৯.৯% নেটিজেন নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন এবং ৪.২% নেটিজেন নিরপেক্ষ অবস্থান নিয়েছেন।
গবেষণার পদ্ধতি:
এই গবেষণায় ডেটা মাইনিং প্রযুক্তির মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এটিএন নিউজ, বাংলা ভিশন, সময় টিভি, এস টিভি, যমুনা টিভি এবং বিএনপির নিজস্ব চ্যানেলের রিপোর্ট পর্যালোচনা করা হয়। এরপর ‘ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং’ ব্যবহার করে বিভিন্ন প্রতিক্রিয়া বিশ্লেষণ করা হয়েছে।
গবেষণাটি পরিচালনা করেছে, স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি ফোরাম, যারা এ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পেতে যোগাযোগের জন্য তাদের ইমেইল (policyresearchbd@gmail.com) প্রকাশ করেছে।
এই গবেষণার ফলাফল ইঙ্গিত দেয় যে বিএনপির প্রস্তাবিত ৩১ দফা পরিকল্পনা জনমনে উল্লেখযোগ্য গ্রহণযোগ্যতা অর্জন করেছে।
স্ট্রাটেজি এন্ড পলিসি ফোরামের পরিচালক (প্রশাসন) আসিফ হোসেন রচি বলেন, “যেসকল কমেন্টস-এ প্রস্তাবনাসমূহকে ভালো বলা হয়েছে বা বিএনপি এগুলো নিয়ে আগামীতে কাজ করবে বলে প্রত্যাশা রাখা হয়েছে সেগুলোকে পজিটিভ সেন্টিমেন্ট হিসেবে ধরা হয়েছে। অপরদিকে বিএনপির প্রতি অবিশ্বাস বা ৩১ দফার প্রতি নেতিবাচক মনোভাবকে নেগেটিভ সেন্টিমেন্ট ধরা হয়েছে”
স্ট্রাটেজি এন্ড পলিসি ফোরামের পরিচালক (গণসংযোগ) মাহবুব নাহিদ বলেন, “আমরা একদম গণমানুষের কাতারে গিয়ে মানুষের মনের কথাগুলোকে তুলে এনেছি। আমাদের প্রত্যেকটি কাজই গণমানুষের জন্য!”
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * বিএনপির ৩১ দফা: ইতিবাচক প্রতিক্রিয়া প্রায় ৬৬% নেটিজেনের
সাম্প্রতিক সংবাদ