শিরোনাম
ভারতে সাইফ আলী খান’র ওপর হামলায় অভিযুক্ত বিজয় দাশ নলছিটির শেহজাদ   » «    নবিজীকে নিয়ে কটূক্তি করায় ইরানের জনপ্রিয় গায়কের মৃত্যুদণ্ড   » «    নল‌ছি‌টির সুগন্ধা নদীর চর থে‌কে অজ্ঞাত নবজাত‌কের মর‌দেহ উদ্ধার   » «    মাইলেজ প্রদানের দাবিতে ঈশ্বরদীতে ট্রেনের সামনে বিক্ষোভ রেলওয়ে কর্মচারীদের   » «    সঠিক নির্বাচন বলতে যা বোঝায় আমরা তাই প্রতিষ্ঠা করতে চাই-প্রধান নির্বাচন কমিশনার   » «   

মুরাদনগরে গভীর রাতে শীতার্তদের পাশে ইউএনও আবদুর রহমান 

কুমিল্লা প্রতিনিধি:
রাতের আঁধারে কুমিল্লার মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকা, বাসস্ট্যান্ডে, ফুটপাতে থাকা ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবদুর রহমান।
গত বুধ ও বৃহস্পতিবার গভীর রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সদর, কোম্পানীগঞ্জ বাস স্ট্যান্ড, বাঙ্গরা বাজারসহ বিভিন্ন এলাকায় এসব কম্বল সুবিধাবঞ্চিত অসহায় ব্যক্তিদের গায়ে জড়িয়ে দেন তিনি। কনকনে শীতের মধ্যে হঠাৎ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুর রহমানের হাতে শীতবস্ত্র দেখে ছিন্নমূল দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।
এ বিষয়ে ইউএনও মোঃ আবদুর রহমান বলেন, প্রচন্ড শীতে মুরাদনগর উপজেলাবাসী কষ্ট পাচ্ছে। এই শীতে কোনো দুঃস্থ পরিবার যেন কষ্ট না পায়, সেজন্য তাদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। এভাবেই শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাকিব হাসান খাঁন, উপসহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদসহ উপজেলা প্রশাসনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * মুরাদনগরে গভীর রাতে শীতার্তদের পাশে ইউএনও আবদুর রহমান
সাম্প্রতিক সংবাদ