পেয়ার আহমেদ স্মৃতি সংসদের আয়োজনে আলোচনা সভা ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
চাটখিল প্রতিনিধি:
মরহুম পেয়ার আহমেদ স্মৃতি সংসদ আয়োজিত সাবেক ভিপি, সাবেক চেয়ারম্যান পেয়ার আহমেদ এর ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন বালিয়াধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শুক্রবার সন্ধ্যায় খিলপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জালাল আহমেদ’র সঞ্চালনায় সভাপতিত্ব করেন সৈয়দ নজরুল ইসলাম মাসুদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাবেক সাংসদ, সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সভাপতি এ এম মাহাবুব উদ্দিন খোকন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা বিএনপি’র সদস্য সচিব শাহজাহান রানা, যুগ্ম আহবায়ক আনিস আহমেদ হানিফ, খিলপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম কিরণ, রামবারায়নপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী ভুট্টুো, খিলপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি খোকন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পেয়ার আহমেদ স্মৃতি সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহসিন উল্লাহ ও গুম হওয়ার ছাত্রদল নেতা মামুন এর বাবা আব্দুর রাজ্জাক মাস্টার প্রমুখ।