শিরোনাম
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম :আমিনুল হক   » «    থানায় লুট হওয়া অস্ত্রহ উদ্ধার   » «    জয়পুরহাটের কালায়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা   » «    মৌলভীবাজারে ১ কোটি ৩৮ লক্ষ টাকার মাদকদ্রব্য পুড়িয়েছে বিজিবি   » «    জয়পুরহাটে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ৯ দফা, অন্যথায় কঠোর অন্দোলনের আল্টিমেটাম   » «   

দেশ সংস্কারের পাশাপাশি দ্রুত জাতীয় নির্বাচনের উদ্যোগ নিন : ড. এহছানুল হক মিলন

চাঁদপুর প্রতিনিধি:
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, গত ১৭ বছর ফ্যাঁসিবাদী আওয়ামী সরকারের নির্যাতনের ফলে আমরা কথা বলার অধিকার হারিয়েছি। ওই সময়ে আমরা স্বাধীনভাবে সভা সেমিনার করতে পারিনি। তাদের পেটুয়া বাহিনীর নির্যাতনে আমাদের কচুয়ায় কোন জনসভা করতে দেয়নি। তারেক রহমানের ৩১ দফা দাবী বাস্তবায়নের মাধ্যমে আজকে কচুয়া তথা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। অধির আগ্রহে বসে আছে গণ মানুষের নেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে। তাই সংকট মোকাবেলায় সংস্কারের পাশাপাশি দ্রুত জাতীয় নির্বাচন দিন। তিনি আরো বলেন, আমি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত জোট সরকারের আমলে শিক্ষা প্রতিমন্ত্রী থাকা কালীন কচুয়ায় চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাটসহ শিক্ষিত বেকার যুবক যুবতীদের চাকরির ব্যাবস্থা করেছি। ওই সময়ে আওয়ামীলীগের নেতাকর্মীরা আমাকে ও আমার স্ত্রীকে মিথ্যা ও হাস্যকর মামলা দিয়ে হয়রানি  করেছে। আমাদের সময়ে কচুয়ার মানুষ শান্তিতে ছিল। বিএনপি শান্তি প্রিয় দল। দেশের মানুষ বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়।
তিনি শনিবার বিকেলে (৪ জানুয়ারী) চাঁদপুরের কচুয়ার উত্তারাঞ্চলীয় বিএনপি’র আয়োজনে সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন।
সাচার ইউনিয়ন বিএনপির (একাংশের) সভাপতি মো. আলাউদ্দিন আখন্দের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জুয়েল ও ইউনিয়ন যুবদলের সভাপতি বিল্লাল হোসেন বাবু’র যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবী, ওলামা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড: কাজী আবুল হোসেন, উপজেলা বিএনপি’র সভাপতি খায়রুল আবেদীন স্বপন, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকী, সাবেক সাধারন সম্পাদক শাহজালাল প্রধান জালাল, জনসভা বাস্তবায়ন কমিটির সন্বয়কারী মো. ইউসুফ মিয়াজী, সদস্য সচিব অ্যাড: মো.নজরুল ইসলাম, উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, মালয়েশিয়া যুবদলের সহ-সভাপতি মো. রাসেল পাটওয়ারী, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত, সাধারন সম্পাদক হাবিবুন নবী সুমন, সাংগঠনিক সম্পাদক শাহীন পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল প্রধান আবেগ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,সহ-সভাপতি তাজুল ইসলাম ও কচুয়া পৌর ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম শরীফ প্রমুখ।
এসময় জেলা বিএনপি’র সদস্য মো. ইউনুস বিএসসি, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো. মকবুল হোসেন পাটওয়ারী, পশ্চিম সহদেবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ নূরুল ইসলাম সিকদার, যুবদলের সভাপতি রুহুল আমিন,সাচার ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক সোহেল রানা, যুগ্ন সাধারন সম্পাদক মো. আলম প্রধান, বিতারা ইউনিয়ন যুবদলের (পশ্চিম) সাবেক সভাপতি মো. নুরুল ইসলাম মিন্টু পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক দোলোয়ার পাটওয়ারীসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে দীর্ঘ ১৭ বছর পর কচুয়ার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের ১ম বারের মতো জনসভাকে ঘিরে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিলে মিছিলে জনসভার স্থল জনসমুদ্রে রূাপন্তিত করে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সাম্প্রতিক সংবাদ