শিরোনাম
বেনাপোল যশোর রোডে গাছের সঙ্গে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১৫   » «    ফরিদপুরে ঐতিহ্যবাহী খেজুর গুড় তৈরিতে ব্যস্ত খেজুর গাছীরা   » «    মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জুতা পরে হিরো আলম ও রিয়া মনি   » «    পাকিস্তান থেকে দ্বিগুণ পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আবার এলো সেই জাহাজ   » «    পৃথিবীর ইতিহাসে কোনো স্বৈরাচারের ফিরে আসার নজির নেই : চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর যুব সম্মেলনে ডা. তাহের   » «   

উজিরপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক সরদাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।

উজিরপুর বরিশাল প্রতিবেদক :
বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম মুন্ডপাশা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক সরদার বার্ধক্য জনিত কারণে মৃত্যুবরণ করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ২০ ডিসেম্বর রাত, ৮ঃ৩০ মিনিটের সময় নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।  মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক পুত্র সন্তান ও নাতি -নাতনিসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন।
২১ ডিসেম্বর সকাল ১০ঃ৩০ মিনিটে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসনাত জাহান খান এর উপস্থিতিতে পুলিশ পরিদর্শক (তদন্ত)আই এম তৌহিদুল করিম, এস আই আলমগীর হোসেনের নেতৃত্বে গার্ড অফ অনার  প্রদান করা হয়। এ সময়  উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আউয়াল হাওলাদার, বীর মুক্তিযোদ্ধ আয়নাল হোসেন,সরকারি বিএম কলেজের বাকসুর সাবেক নাট্য ও সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার, বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক সর্দার সিদ্দিকুর রহমান, শিকারপুর ইউনিয় বিএনপি’র সভাপতি আব্দুর রব মিয়া, সাধারণ সম্পাদক, মোহাম্মদ ফারুক মোল্লা, উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক মুন্না প্রমূখ।
 জানাজা শেষে এ বীর মুক্তিযোদ্ধাকে  পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন শেরে বাংলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান শরিফ। উল্লেখ্য তিনি সরকারি শেরে বাংলা ডিগ্রী কলেজের একজন অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * উজিরপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক সরদাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।
সাম্প্রতিক সংবাদ