উদীয়মান উদ্যোক্তা আস্থা গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আফসারী
ছবি: আস্থা গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আফসারী (ফাইল ছবি)
চাঁদপুর প্রতিনিধি:
বাংলাদেশের একজন উদীয়মান উদ্যোক্তা আস্থা গ্রুপের ফাউন্ডিং চেয়ারম্যান চাঁদপুরের কৃতি সন্তান মোহাম্মদ ওবায়দুল্লাহ আফসারী। যিনি আস্থা গ্রুপের প্রতিষ্ঠাতা থেকে চেয়ারম্যান হিসেবে কাজ করে যাচ্ছেন। দীর্ঘ ১৭ বছরের কর্মজীবনে বিভিন্ন জায়গায় কর্মরত ছিলেন যার মধ্যে ১৫ বছর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসিতে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন ।
সফল উদ্যোক্তা ওবায়দুল্লাহ আফসারী শাহরাস্তি উপজেলার হাজী বাড়ির বিষারা গ্রামের কৃতি সন্তান। তাঁর বাবা মাওলানা এ এফ এম আব্দুর রাজ্জাক ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাইস্কুলের শিক্ষক।
ওবায়দুল্লাহ আফসারী তার কর্মজীবন শুরু করেন ইসলামী ব্যাংক স্কুল এন্ড কলেজের গণিত বিভাগের শিক্ষক হিসেবে। পরবর্তীতে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশে কাজ করার সময় ফিনটেক ও ব্যাংকিং ব্যাবস্থাপনায় বিশেষ দক্ষতা অর্জন করেন।
ওবায়দুল্লাহ আফসারী তরুণ উদ্যোক্তাদের জন্য একজন আদর্শ ব্যক্তিত্ব। তিনি যুক্তরাষ্ট্র ভিত্তিক ‘TabEdge’ নামক একটি ফিনটেক স্টার্টআপের পরিচালক যা মাস্টার কার্ড দ্বারা যাচাইকৃত এবং ওয়াইকম্বিনেটর সমর্থিত। ওবায়দুল্লাহ আফসারীর উদ্যোগে বিভিন্ন উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ ও মেন্টরশিপ প্রোগ্রাম পরিচালিত হচ্ছে যেখানে তিনি আর্থিক সহায়তা ও মোটিভেশন এর মাধ্যমে সবাইকে উৎসাহিত করছেন। তার কাছে মনে হয় যে সফলতার জন্য সততা, কঠোর পরিশ্রম ও নিষ্ঠা খুবই গুরুত্বপূর্ণ।
তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। এছাড়াও তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ (CEMBA) )ডিগ্রি অর্জন করেন। এছাড়াও ইনফরমেশন সিস্টেমে পেশাদারদের জন্য বিশ্বব্যাপী স্বীকৃত সনদপত্র Certified Information Systems Auditor-CISA সার্টিফিকেশন কোর্স সম্পন্ন করেছেন। তার একাডেমিক ক্যারিয়ার জুড়ে তিনি মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিলেন যা তার পরবর্তী কর্মজীবনে প্রভাব ফেলেছে।
ওবায়দুল্লাহ আফসারী শুধুমাত্র প্রযুক্তি ও ফিনটেকেই সীমাবদ্ধ নন বরং তিনি ভূ-রাজনৈতিক বিষয়গুলোতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া তাঁর সুযোগ্য নেতৃত্বে আস্থা প্রোপার্টি বাজার রিয়েল এস্টেট সেক্টরে যুগান্তকারী অবদান রেখে চলেছে। Domain of Dealing এই প্রতিপাদ্যে আস্থা প্রোপার্টি বাজার মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্তদের আবাসনের প্রয়োজন পূরণে যুগান্তকারী অবদান রেখে চলেছে। এছাড়া তার সুযোগ্য নেতৃত্বে আস্থা গ্রুপ মানবসম্পদ রপ্তানি,ট্যুরস এন্ড ট্রাভেলস এবং সামাজিক ব্যবসায় আস্থার অন্যতম প্লাটফর্ম AIM এর মাধ্যমে দেশে ও বিদেশে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে অবদান রেখে চলেছে।
ওবায়দুল্লাহ আফসারী কেবল একজন উদ্যোক্তা নন তিনি বিভিন্ন সমাজ সেবামূলক কাজেও জড়িত। তাঁর উদ্যোগে চাঁদপুরের শাহরাস্তিতে খাদিজাতুল কুবরা নূরানি কিন্ডার গার্ডেন ও বয়স্ক শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠিত হয়। এছাড়া মানব সেবা ও মানবিক কাজের অংশ হিসেবে তিনি Astha JIT (Just In Time) ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করেন।
ওবায়দুল্লাহ আফসারী একজন দূরদর্শী ও উদ্যমী উদ্যোক্তা যার নেতৃত্বের মাধ্যমে দেশের অর্থনৈতিক,সামাজিক ও ব্যবসা ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন হয়েছে।