কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে দুদকের প্রতিনিধি দলের পরিদর্শন

 জাককানইবি প্রতিনিধি:
জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর একটি প্রতিনিধি দল। ২৩ নভেম্বর (শনিবার) সকাল ১০ টায় দুদকের ডেপুটি ডিরেক্টর (ডিডি) গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান ০৫ সদস্যের একটি টিম । এসময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মিজানুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে কথা বলেন ।
 জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য সৌমিত্র শেখরের নিয়োগ দুর্নীতি, ভর্তি বাণিজ্য ও বিভিন্ন আর্থিক কেলেঙ্কারির বিষয়ে তথ্য সংগ্রহ করতে এসেছিল এই পরিদর্শক দল । এছাড়াও বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন প্রকল্প, আর্থিক কার্যক্রমের স্বচ্ছতা ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন তারা ।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে বৈঠক করার পর সাংবাদিকদের কাছে দুদকের ডেপুটি ডিরেক্টর গুলশান আনোয়ার প্রধান বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নিতে এবং কথা বলতে এসেছি। এটি আমাদের প্রাথমিক অনুসন্ধান কার্যক্রম। ভবিষ্যতে প্রয়োজন হলে আমরা আবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসবো ।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মিজানুর রহমান বলেন, দুদকের প্রতিনিধি দলের সাথে আলোচনা হয়েছে । আমরা তাদেরকে সকল প্রকার তথ্য-উপাত্ত দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করবো ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত