ভুল নিউজের দ্বায় নিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হলো নবীন নিউজ

 

নবীন নিউজ একটি বেসরকারি অনলাইন প্রতিষ্ঠান। এ বছরের শুরুতে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। যাত্রার শুরুতে বেশ পরিচিতিও ছিলো। তাদের যাত্রার মূল স্লোগান ছিল THE MESSAGE OF TRUTH. সম্প্রতি ‘মাদ্রাসা ছাত্রের হাতে মা খুন’ এমন একটি সংবাদ প্রচারনার কারণে নবীন নিউজের পরিচালক খুবই দুঃখ প্রকাশ করেছেন। তার ধারণা বর্তমানের বিভিন্ন ধরনের বিভ্রান্তমূলক সংবাদ প্রচারণার সাথে হয়তো সেও যুক্ত হচ্ছে। মানুষের কাছে সত্য সংবাদ প্রকাশ করতে ব্যর্থ হয়েছেন।

এমনই এক সংবাদ প্রকাশের মধ্যে দিয়ে তারা তাদের সংবাদ প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে দেন। পাঠকদের সুবিধার কারণে তাদের সংবাদটি হুবহু তুলে ধরা হলো- কেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হলো নবীন নিউজ? প্রশ্নের জবাবে নবীন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হাসান জানান, বিভিন্ন প্রকার বিভ্রান্তিমূলক সংবাদ এর প্রচারণা দেখে, শুধুমাত্র সত্য সংবাদ প্রচার করার উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলাম ‘নবীন নিউজ’। যার প্রথম সবক ছিলো “THE MESSAGE OF TRUTH” একঝাক প্রাণবন্ত অভিজ্ঞতা সম্পন্ন সাংবাদিক বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠান থেকে এসে আমার প্রতিষ্ঠানের সামাজিক কার্যক্রম দেখে আমাকে উৎসাহ দিলেন ‘নবীন নিউজ’ চালু করার। তাদেরকে সাথে নিয়েই স্বপ্ন দেখতে শুরু করলাম এবং উৎসবমুখর পরিবেশে মিডিয়া পাড়া নামক স্থান, মগবাজারে অফিস নিয়ে চালু করা হলো ‘নবীন নিউজ’। কিন্তু কিছুদিন পর থেকেই শুরু হলো বিপত্তি। যেই ‘নবীন নিউজ’ এর যাত্রা শুরু করার একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য ছিল মানুষের কাছে সত্য সংবাদ প্রচার করা, ‘THE MASSAGE OF TRUTH’ স্লোগান সামনে রেখে প্রতিষ্ঠানের যাত্রা শুরু, সেই প্রতিষ্ঠানের সংবাদকে আকর্ষণীয় করতে বিভিন্ন প্রকার বিভ্রান্তিমূলক সংবাদ প্রচারসহ অসত্য এবং কুরুচিপূর্ণ সংবাদ প্রকাশ শুরু হলো। যা আমার নীতি বহির্ভূত। এর প্রতিরোধ এবং প্রতিবাদী হওয়ার কারণে বিনা নোটিশে চলে যায় নবীন নিউজের বেশকিছু কর্মী। প্রাতিষ্ঠানিক ছাড়পত্র না দেখেই অন্যান্য প্রতিষ্ঠান ‘নবীন নিউজ’ এর কর্মীদের চাকরি দিয়ে দেয়। অন্যান্য মিডিয়া নাকি এভাবেই চলে। সংবাদ প্রচারে টুইস্ট না দিলে নাকি সংবাদ আকর্ষণীয় হয়না। ‘নবীন নিউজ’ এর মাধ্যমে আমি চেয়েছিলাম মানুষের সেবা করতে। দেশের জনগণের মৌলিক চাহিদা সরকারের কাছে প্রকাশ করে সমস্যার সমাধান , জাতীয় সমস্যার সমাধান , ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ উন্নয়ন ইত্যাদি বিষয় নিয়ে সত্য প্রচার ছিল আমার একমাত্র উদ্দেশ্য। মানুষের সাথে প্রতারণা হয় এমন কোন সংবাদ ‘নবীন নিউজ’ এ কখনো প্রচার করা হবে না। কিন্তু ‘একজন মাদ্রাসা ছাত্রের হাতে মা খুন’- এই সংবাদটি কোন প্রকার যাচাই বাছাই ছাড়াই অন্যান্য মিডিয়ার অসত্য সংবাদ প্রচার করে আমার প্রতিষ্ঠান। যা আমার হৃদয়ে রক্তক্ষরণ করেছে।

এমন একটি সংবাদ আমার জাতিকে বিভক্ত করার জন্য যথেষ্ট হতে পারে। যার দায়ভার নিয়ে আমি মহান আল্লাহর দরবারে হাজির হতে পারবোনা। এই চিন্তা করেই আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি। যদিও শুরু থেকে এখন পর্যন্ত ‘নবীন নিউজ’ একটি অলাভজনক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সমস্ত খরচ ‘নবীন বাংলাদেশ’ বহন করছে। করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ সহ ইভ্যালী নামক প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ অর্থ আটকে থাকার পরেও শুধুমাত্র মহান আল্লাহর রহমত ও গরীব-দুঃখী অসহায় মানুষের দোয়ার কারণে এখনো সম্মানের সাথে মাথা উচু করে দাঁড়িয়ে আছে আমার প্রতিষ্ঠান ‘নবীন বাংলাদেশ’। ‘নবীন নিউজ’ প্রতিষ্ঠার একমাত্র উদ্দেশ্য সংবাদ প্রচারের মাধ্যমে সমাজের সেবা, যা আমার এবং বর্তমান নিউজ টিমের পক্ষে এই মুহুর্তে সম্ভব হচ্ছেনা। তাই অফিস চালু রেখে ‘নবীন নিউজ’ এর সকল প্রকার সংবাদ প্রচার সাময়িক ভাবে বন্ধ করছি। ভবিষ্যতে সত্যবাদী সাংবাদিকদের সাথে নিয়ে সত্যের বিজয় অর্জনের মাধ্যমে আবারও ‘নবীন নিউজ’ সংবাদ প্রচার শুরু করবে ইনশাআল্লাহ। ‘জাতির কাছে এমন অসত্য সংবাদ প্রচার করার কারণে আমি ও নবীন পরিবার ক্ষমা প্রার্থনা করছি।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * নবীন নিউজ