ইন্দুরকানীতে ছাত্রশিবিরের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মুহম্মদ শফিউল্লাহ। বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইন্দুরকানী উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, উপজেলা সেক্রেটারী তৌহিদুর রহমান রাতুল, পিরোজপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আরেফিন আব্দুল্লাহ, সাবেক উপজেলা সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন ছাত্রশিবিরের ইন্দুরকানী উপজেলা শাখার সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। কুরআন তেলাওয়াত করেন সাবেক উপজেলা সেক্রেটারি হাফেজ মো: ফয়সাল হোসেন। অনুষ্ঠানে উপজেলা ছাত্রশিবিরের শতাধিক কর্মী অংশগ্রহন করেন।
বক্তারা এদেশে সৎ ও দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরী এবং কোরআন ও সুন্নাহ ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমে ইসলামী ছাত্রশিবিরকে অগ্রনী ভুিমকা রাখার আহবান জানানো হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * ইন্দুরকানীতে ছাত্রশিবিরের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত