খিলগাঁয়ের ভেতর আরেক মোহাম্মদপুর!
স্টাফ রিপোর্টার :
৫ই আগষ্টের অভ্যূত্থানের পর রাজধানীর খিলগাঁও থানার এক নম্বর ওয়ার্ডের অস্থিরতা এখনো কাটেনি।যুবদলের নাম ভাংগিয়ে কিছু চাঁদাবাজ ও ছিনতাইকারীর হাতে জিম্মি হয়ে পড়েছে এলাকার সাধারণ জনগণ। এক নম্বর ওয়ার্ডের চৌরাস্তা এলাকায় জিয়া যুবলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে এলাকায় মাদক ব্যাবসা,ফুটপাত ও দোকানে চাঁদাবাজিসহ নানান অপকর্মে লিপ্ত। অন্যদিকে খিলগাঁও চৌরাস্তা ঝিলপাড়ে বিগত আওয়ামী লীগের সময় সরকারি জমি দখল করে আবাসিক এলাকায় গড়ে ওঠা মাদকের আখড়া রয়েল ক্লাব দখল নেয় যুবদলের পরিচয় দেয়া টোকাই মহসিন। মহসিনের নেতৃত্বে রয়েল ক্লাবে চলে জুয়া, মাদক ও নারী ব্যাবসা।এছাড়াও ক্লাবের আশপাশের বস্তি থেকে চাঁদাবাজি, লুটপাট ও সাধারণ মানুষের উপর চলে অমানুষিক নির্যাতন।
এ ঘটনায় ঝিলপাড় আবাসিক এলাকার মানুষের দাবি মহসিনকে আইনের আওতায় এনে সরকারি জমির উপর নির্মিত রয়েল ক্লাবটি ভেংগে দেয়ার।খবর নিয়ে জানা যায়,যুবদলের নাম ভাংগিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো জিয়া ও টোকাই মহসিনকে নেতৃত্ব দেয় খিলগাঁও বি এন পি নেতা শহিদুল্লাহ। জিয়া এর আগে ১০০০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার হয়ে জেল খাটে।টোকাই মহসিনের নামে মামলা থাকা সত্বেও পুলিশ গ্রেফতার করছেনা।