ইউপি সদস্য শওকতুল ইসলামের মৃত্যুতে পশ্চিম পাগলা ইউপি পরিষদের শোকসভা

ন্তিগঞ্জ প্রতিনিধি :
শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের প্রয়াত ইউপি সদস্য শওকতুল ইসলামের মৃত্যুতে শোকসভা ও মিলাদ মাহফিল করেছে পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১ টায় পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই শোকসভা অনুষ্ঠিত হয়।
পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দারের সভাপতিত্বে ও ইউপি সচিব ইয়াসমিন হোসনে আরা ও জাবেদ আহমদের যৌথ সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন, জয়কলস ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুক আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ইউপি সদস্য ফয়জুল হক, নৃপেশ দে, রঞ্জিত সূত্রধর, খলিলুর রহমান, আতিকুর রহমান, প্রয়াত ইউপি সদস্য শওকতুল ইসলামের ছোট ভাই মুজিবুর রহমান, উপজেলা ওলামা দলের সভাপতি সজিব আহমদ,  গণমাধ্যমকর্মী ইয়াকুব শাহরিয়ার ও নোহান আরেফিন নেওয়াজ।
এসময় উপস্থিত ছিলেন, গণমাধ্যমকর্মী কুহিনুর রহমান নাহিদ, আলাল হোসেন, শওকতুল ইসলামের বড় ভাই নুরুল ইসলাম, শওকতুল ইসলামের ছেলে তারেক আহমদ ও তামিম আহমদ, আব্দুল লতিফ, শানুর মিয়া, সেলিম মিয়া।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * ইউপি সদস্য শওকতুল ইসলামের মৃত্যুতে পশ্চিম পাগলা ইউপি পরিষদের শোকসভা