সিঁধেল চোর চক্রের সদস্যরা পিতলের মূর্তি চুরি করে নিয়ে গেছে
বিশেষ প্রতিবেদক:
সুনামগঞ্জের ধর্মপাশায আট কেজি ওজনের পিতলের মূর্তি চুরির করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার উপজেলার মহদিপুর গ্রামের মাখন চন্দ্র চক্রবর্তী জানান , আমার বসতঘরের প্রার্থনা কক্ষে রাখা আট কেজি ওজনের পিতলের মূর্তিটি বসতঘরের বাহির থেকে সিঁধ কেটে ঢুঁকে সংঘবদ্ধ চোরোরা রবিবার মধ্যরাত পরবর্তী কোন এক সময়ে এ চুরির ঘটনাটি ঘটিয়েছে।
মূর্তি চুরির ঘটনায় সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রসঙ্গত, গত ৫ নভেম্বর রাতে ধর্মপাশা উপজেলা সদরে অবস্থিত শ্রী শ্রী কালী মন্দির থেকে আরও একটি পিতলের মূর্তি চুরি হয়। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, লিখিত অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেয়া হবে।