জনকল্যাণ সোসাইটির উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

 

চাঁদপুর প্রতিনিধি :

 

চাঁদপুরের কচুয়ায় জনকল্যাণ সোসাইটির উদ্যোগে ও সাদকায়ে যারিয়াহ ফাউন্ডেশনের সৌজন্যে হুইল চেয়ার বিতরণ করা হয় ।
কচুয়া উপজেলার ৩ নং বিতারা ইউনিয়ন ,পালাখাল মডেল ইউনিয়ন ও সহদেবপুর পশ্চিম ইউনিয়নের ৪৫ জন অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
ইসলামিক ফাউন্ডেশনের সচিব ও জনকল্যাণ সোসাইটির সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজসেবক আজিজ পাটোয়ারী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মুহাম্মদ হেলাল চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের মহাব্যবস্থাপক ও জনকল্যাণ সোসাইটির সহ-সভাপতি আবুল কাসেম প্রধানীয়া, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ও জনকল্যাণ সোসাইটির সদস্য সচিব ডাঃ এম এ তাহের, ঢাকা শিক্ষা বোর্ডের সিনিয়র অফিসার মো: আনোয়ার হোসাইন, ইউপি চেয়ারম্যান মো: আলমগীর হোসেনসহ প্রমুখ।
এ সময় সাদকায়ে যারিয়াহ ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির হোসেন মোল্লা মুনাজাত পরিচালনা করেন। প্রধান অতিথি বক্তব্যে বলেন , ‘অসহায় ও প্রতিবন্ধীদের সহযোগিতা করার মহতী উদ্যোগের জন্য জনকল্যাণ সোসাইটিকে ধন্যবাদ জানাই। আমি আশা করছি সমাজের বিত্তবানরাও এসব অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * জনকল্যাণ সোসাইটির উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
সর্বশেষ সংবাদ