সাতক্ষীরায় নির্বিঘ্নে পূজা উদযাপনের লক্ষে বিজিবি’র মতবিনিময় সভা

সাতক্ষীরা প্রতিনিধি 

আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে সাতক্ষীরার সীমান্তবর্তী পূজামন্ডপ সমূহে নির্বিঘ্নে পূজা উদযাপনের লক্ষে বিজিবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৫ অক্টোরব) বিকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ক্যাম্পে বিজিবি অধিনায়ক কর্তৃক দুর্গাপূজা উদযাপন কারী অংশীজনদের সাথে এই মতবিনিময় সভা করেন।
মতবিনিময় সভা শেষে উপস্থিত সাংবাদিকদের সাতক্ষীরা ব্যাটালিয়নের ৩৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো: আশরাফুল হক বলেন আগামী ০৮-১৩ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম শারদীয় দূর্গোৎসব উদযাপিত হবে।ব্যাটালিয়নের ৩৩ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলায় প্রায় অর্ধশত পূজামন্ডপ রয়েছে।এর আগে গত ০২ অক্টোবর হতে সাতক্ষীরা ব্যাটালিয়ন কর্তৃক পূজা মন্ডপসমূহ এবং সীমান্তবর্তী এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখা ও জনমনে আস্থা মনোবল বৃদ্ধিকারী টহল পরিচালনা কার্যক্রম চলমান রয়েছে। সাম্প্রতিক সময়ে চলমান পরিস্থিতির আলোকে সাত জেলার সীমান্তবর্তী জনপদে শৃঙ্খলা ফিরিয়ে জনমনে আস্থা বৃদ্ধির লক্ষ্যে বিজিবি সীমান্ত ও সীমান্তের আশেপাশের জনপদে নিরাপত্তা জোরদার করেছে।
লে. কর্ণেল মো: আশরাফুল হক আরও বলেন জেলার সীমান্তবর্তী জনপদে শৃঙ্খলা ফিরিয়ে জনমনে আস্থা বৃদ্ধির লক্ষ্যে বিজিবি সীমান্ত ও সীমান্তের আশেপাশের জনপদে নিরাপত্তা জোরদার করেছে। সীমান্তে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ইতোমধ্যে সীমান্তে অবৈধ অনুপ্রবেশরোধে সার্বক্ষনিক বিজিবি টহল পরিচালনা করা হচ্ছে।সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে দুনীর্তি অপরাধের দায়ে অভিযুক্ত রাজনৈতিক, ব্যবসায়ী,পেশাজীবিসহ ২৮ জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে মোবাইল ও স্ট্যাটিক টহল পরিচালনাসহ গোয়েন্দা নজরদারি ব্যাপকহারে বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে ও সীমান্তবর্তী এলাকায় জননিরাপত্তা হানিকর কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির সহায়তার জন্য নিকটস্থ বিওপি ও ব্যাটালিয়নের সমন্বয়ে জরুরি হটলাইন সেবাও চালু করা হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের উপ-পরিচালক, সহকারী পরিচালক, জুনিয়র কর্মকর্তা, পদবীধারী সদস্য,  স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ,  জনপ্রতিনিধি,  পেশাজীবি,  সমাজকর্মী,  রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় উপশনালয়ের ব্যক্তিবর্গ,  ছাত্র প্রতিনিধি, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * উদযাপনের * পূজামন্ডপ * সাতক্ষীরায় * সীমান্তবর্তী
সর্বশেষ সংবাদ