ঝালকাঠিতে আ.লীগ নেতার বিরুদ্ধে প্রতারণার মামলা,৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

আ.লীগ নেতা মনিরুল ইসলাম তালুকদার
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের ছেলে ও ইসলাম ব্রাদার্সের সত্ত্বাধিকারী মনিরুল ইসলাম তালুকদারের  বিরুদ্ধে ৭০ লাখ টাকার প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।
দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে   শফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ী এ মামলা দায়ের করেন। আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান মামলা গ্রহণ করে আসামীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী নাসিমুল হাসান।
অভিযোগ সূত্রে জানা গেছে, ব্যবসায়ী শফিকুল ইসলামের দোকান থেকে  মনিরুল ইসলাম তালুকদার  রড ও সিমেন্ট ক্রয় করতেন। এতে ৭০ লাখ টাকা পাওনা থাকে। পাওনা টাকা পরিশোধের জন্য  পূবালী ব্যাংক লিঃ ঝালকাঠি শাখার ৩৫ লাখ  টাকার দুইটা চেক দেন।মনিরুল ইসলামের দেওয়া চেক গত ২১ মে ব্যবসায়ী শফিকুল ইসলামের  নিজ নামীয় ন্যাশনাল ব্যাংক লিঃ ঝালকাঠি শাখায় জমা প্রদান করলে  ন্যাশনাল ব্যাংক লিঃ ঝালকাঠি শাখা ওই চেক পূবালী ব্যাংক লিঃ ঝালকাঠি শাখায় প্রদান করে। ব্যাংকে পর্যাপ্ত টাকা না থাকায়  চেকগুলো ডিজঅনার করে। এ বিষয়ে অভিযুক্ত মনিরুল ইসলাম তালুকদার আত্মগোপনে থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ঝালকাঠি প্রতিনিধি * মশিউর রহমান রাসেল
সর্বশেষ সংবাদ