বরিশাল সিটি করপোরেশন সাবেক ৮ কাউন্সিলর কারাগারে
বরিশাল প্রতিনিধি:
৩ টি মামলায় বরিশাল সিটি করপোরেশনের সাবেক ৮ কাউন্সিলরকে কারাগারে পাঠিয়েছ আদালত। বরিশালে বিএনপি অফিসে আঘুন দেওয়ার অপরাধে তাদের বিরুদ্ধে এসব মামলা হয়েছে। উচ্চ আদালতের আগাম জামিনের মেয়াদ শেষ হওয়ার এসব ব্যক্তি আদালতে হাজিরা দিতে এসেছিল। ১/১০/২০২৪ ইং মঙ্গলবার বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফ উদ্দীন আদালতে এ সংক্রান্ত নির্দেশ দেন।
আসামীদের বিরুদ্বে গত ৪/৮/২০২৪ ইং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলা কালে বরিশাল শহরে সদর রোডে জেলা বিএনপির অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা এবং হামলার অভিযোগ রয়েছে বলে বাদী পক্ষের আইনজীবী হাফিজ আহমেদ বাবলু জানান।
জেল হাজতে পাঠানো সাবেক কাউন্সিলদের মধ্যে কেফায়েত হোসেন (রনি),খান মোহাম্মদ হোসেন, মোঃ জয়নাল আবেদীন হাওলাদার, সামসুদদ্দোহা আবিদ,হুমায়ুন কবির, আউয়াল মোল্লা, আনোয়ার হোসেন রয়েল, জিয়াাউল হক,জয়নাল আবেদীন রয়েছে এবং একজন অসুস্থ থাকার কারনে জামিন দেওয়া হয়েছে।