বাগেরহাটে ৫ আগস্ট সন্ত্রাসী হামলায় গুরুত্বর জখম হয়েও, হত্যা মামলার আসামী

 


বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোড়েলগঞ্জে সন্ত্রাসী হামলায় শিকার হয়ে গুরুত্বর জখম হয়েও হত্যা মামলার আসামী হলেন আবু বক্কর সিদ্দিক নামের এক ব্যক্তি। ৫ আগস্ট বিকালে মোড়েলগঞ্জ উপজেলার চিংড়াখালী বাজারে বিজয় মিছিলে এ সন্ত্রাসী হামলার শিকার হন তিনি। ধারালো রাম দায়ের কোপে তার হাতে গুরুত্বর জখম হন ও হাত ভেঙ্গে যায়। ভুক্তভোগী আবু বক্কর সিদ্দিক চিংড়াখালী গ্রামের ছালাম হাওলাদের ছেলে।

ভুক্তভোগী জানান, ৫ আগস্ট বিকালে মোড়েলগঞ্জ উপজেলার চিংড়াখালী বাজারে কয়েকশত লোকের উপস্তিতিতে বিজয় মিছিলে আমিও ছিলাম। হঠাৎ পিছন দিক থেকে স্থানীয় সন্ত্রাসী  বাদল বক্স, কবির বক্স, মিলন বক্সসহ ৫/৬ জন আমার উপর হামলা করে। সন্ত্রাসীদের হামলায় আমি গুরুত্বর জখম হই , তারা আমাকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে এলাপাতাড়ি কোপ দেয়। তাদের ধারালো দায়ের কোপে আমার হাত গুরুত্বর জখম হয় ও ভেঙ্গে যায়। আমি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে গেলে স্থানীরা উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। পরে ৫ আগস্ট চিংড়াখালী বাজারে বাবুল বক্স নামে এক ব্যক্তির উপর সন্ত্রাসী হামলা হলে সে মারা যায়। এখন সেই হত্যা মামলায় আমাকে আসামী করে সম্পূর্ন পরিকল্পিতভাবে মিথ্যা মামলা দায়ের করছে।

তিনি জানান, আমি আহত হবার পরে আমার লোকজন থানায় গিয়েও তখন মামলা প্রদান করতে পারে নি। তিনি এ হামলার ঘটনায় সঠিক বিচার দাবি করেন এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তার নামে মিথ্যা মামলার সঠিক তদন্ত করতে প্রশাসনের কাছে আহবান জানান।

এ বিষয়ে মোড়েলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন জানান, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * বাগেরহাটে ৫ আগস্ট সন্ত্রাসী হামলা * হত্যা মামলার আসামী
সর্বশেষ সংবাদ