নবাবগঞ্জে কোন অসহায়ের চোখের ছানি রোগ থাকবে না: খন্দকার আবু আশফাক

নবাবগঞ্জ  (ঢাকা) প্রতিনিধি:
লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫ এ ১ -এর সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেছেন, নবাবগঞ্জে কোন অসহায়ের চোখের ছানি রোগ থাকবে না।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলার শোল্লা স্কুল এন্ড কলেজে লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫ এ ১ -এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা সেবা প্রদান কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ক্লাবের পক্ষ থেকে ইতিপূর্বে এ অঞ্চলে গণমানুষের জন্য বিভিন্ন সেবা দেওয়া হয়েছে। এধরণের সেবামূলক কার্যক্রম আগামীতে অব্যাহত থাকবে। আশাকরি আগামীতে নবাবগঞ্জে কোন অসহায়ের চোখের ছানি রোগ থাকবে না।
লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫ এ ১ -এর ডিস্ট্রিক্ট গভর্ণর প্রকৌশলী মো. সেলিম মিয়া এতে সভাপতিত্ব করেন।
আরও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব ডিস্ট্রিক্ট ৩১৫ এ ১ -এর ফাস্ট লেডি শারমিন সেলিম তুলি, কেবিনেট সেক্রেটারি অ্যাডভোকেট কামরুল হাসান খায়ের, প্রকৌশলী আকরামুজ্জামান, রিজিয়ন চেয়ারপার্সন হেডকোয়ার্টার আবু শফিক খন্দকার প্রমুখ।
দিনব্যাপী কার্যক্রমে ৪ শতাধিক রোগীর চক্ষু পরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন আগারগাঁও লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসক ডা.  মো. মাসুদ হোসাইন, ডা. লুৎফর রহমান, ডা. আবুল হোসেন, ডা. জাহিদুল ইসলাম, ডা. ইব্রাহিম খলিল।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * খন্দকার আবু আশফাক
সর্বশেষ সংবাদ