কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থা

রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থা সদস্য ফুটবলার মোহাম্মদ জামাল উদ্দিনের আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ  শনিবার (২১ সেপ্টেম্ব

র) বিকেল সাড়ে ৪ টায় কাপ্তাই পানি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। কাপ্তাই সোনালী অতীত বনাম চট্টগ্রাম মাস্টার’র ক্লাবের ৫০ উর্ধ্ব বয়সের খেলোয়াড়রা এই প্রীতি ম্যাচে অংশ নেন। এই প্রীতি ফুটবল ম্যাচে প্রাণবন্ত ফুটবল খেলায় চট্টগ্রাম মাস্টার’স ক্লাব ১-০ গোলে কাপ্তাই সোনালী অতীত ক্লাবকে পরাজিত করেছেন। খেলা পরিচালনা করেন চৌধুরী।

খেলা শুরুর পূর্বে মাঠে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন প্রধান অতিথি
কাপ্তাই পানি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।কাপ্তাই সোনালী অতীত ক্লাব থেকে এই প্রীতি ম্যাচে অংশ নেয়া খ্যাতিমান ফুটবলার হলেন, তোফিকুর রহমান সুমন,মো: আসলাম খান,বিপ্লব মারমা,লাতু নন্দী,মো: শামসু,প্রভাব কুসুম বড়ুয়া, মংবাথুই মারমা, মংচিংহ্লা মারমা, মো: ইকবাল হোসেন, মো: আরিফ,মো: জব্বার খান,নাঈম, কামরুল, জাহির,চৌধুরী,নান্টু,সালামউদ্দিন,মিয়া,পিপলু,নাসির। এসময় উপজেলা ক্রীড়া সংস্থা সদস্য ফুটবলার মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, ফুটবলের সোনালী ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে আনতে এবং তাদের ফুটবলে উদ্বুদ্ধ করতে এমন আয়োজন।
মাঠে আরও উপস্থিত ছিলেন,বিজয় মারমা তিনি বলেন,দিনে দিনে ফুটবল তার ঐতিহ্য হারাতে বসেছে। তাই নতুন প্রজন্মকে ফুটবলে উদ্বুদ্ধ করতে এবং ফুটবলকে তৃণমূলে আরও বিস্তৃত করতে তারা এই আয়োজন করেছেন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন ,সরকারি কর্মকর্তা ও কর্মচারী  গণমাধ্যমকর্মীসহ আরো অনেকে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থা * ফুটবল * রাঙ্গামাটি
সর্বশেষ সংবাদ