শ্রীমঙ্গলে স্যানিটেশন প্ল্যান বিষয়ক কর্মশালা
নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার):
শ্রীমঙ্গলে অন্তর্ভুক্তিমুলক স্যানিটেশন প্ল্যান ও গাইডলাইন তৈরি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর ২০২৪) সকাল ১০টায় শ্রীমঙ্গল পৌর অডিটোরিয়ামের কনফারেন্স হলে ম্যাক বাংলাদেশের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) শাহিনা আক্তার। কর্মশালায় অন্তর্ভুক্তিমুলক স্যানিটেশন প্ল্যান ও গাইডলাইন বিষয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মুজিবুর রহমান।
ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদের সঞ্চালনায় এ কর্মশালায় বক্তব্য দেন জাইকা’র সলিড ওয়াস্ট মেনেজম্যান্ট এক্সপার্ট ড. তারিক বিন ইউসুফ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর ড. রুমানা আফ্রিন, রিসার্চ অফিসার সৈয়দা অনিকা আনজুম, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব, উপজেলা ইঞ্জিনিয়ার ইউসুফ হোসেন