যেসব পুলিশ সদস্য এখনো কাজে জয়েন করে নাই তাদেরকে আর জয়েন করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা 

কালিয়াকৈর প্রতিনিধি:
যেসব পুলিশ সদস্য এখনো কাজে জয়েন করে নাই তাদেরকে আর কাজে জয়েন করতে দেওয়া হবে না। তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনি একশন নেওয়া হবে। তাদেরকে কোন ধরনের মাফ করা হবে না। এর ভেতরে কিছু কিছু আছে যারা অপকর্মের সাথে জড়িত এই জন্যই তারা জয়েন করে নাই। যারা ভাল তারা সবাই জয়েন করেছে। আর যারা জয়েন করে নাই তাদের সংখ্যা খুবই নগণ্য। এরা বিভিন্ন দুষ্কর্মের সাথে জড়িত এজন্যই তারা জয়েন করেনি। এদের যদি পারেন আপনারাও আমাদের কাছে ধরিয়ে দিন বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী  তিনি সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে এসব কথা বলেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪০তম বিসিএস (আনসার) ক্যাডার কর্মকর্তা ও ২৫তম ব্যাচ (পুরুষ) রিক্রুট সিপাহিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে  গাজীপুরের কালিয়াকৈরে সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  সালাম গ্রহণকরেন  স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন, আনসার ও গ্রাম প্রতরিক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ,  বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক, আনসার ও ভিডিপি একাডেমির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট, উপ মহাপরিচালকবৃন্দ, বাহিনীর পরিচালকবৃন্দসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * যেসব পুলিশ সদস্য এখনো কাজে জয়েন * স্বরাষ্ট্র উপদেষ্টা
সর্বশেষ সংবাদ