রাঙ্গুনিয়ায় চন্দ্রঘোনা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জশনে জুলুসের স্বাগত র‍্যালী

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলাধীন চন্দ্রঘোনা  কদমতলী ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে স্বাগত র‍্যালী ১৪ সেপ্টেম্বর (শনিবার) সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ মাওলানা জরিফ আলীর আরমানের সভাপতিত্বে ও মাওলানা মীর মুহাম্মদ শহিদুল্লাহর সঞ্চালনায় হযরত হাফেজ হাজী ছমিউদ্দিন শাহ র: মাজার প্রাঙ্গণ হতে শুরু হয়ে কাপ্তাই রোডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হযরত ইমাম হোসাইন স্মৃতি পাঠাগারে এসে স্বাগত র‍্যালী মিলাদ কিয়াম দোয়া মুনাজাতের মাধ্যমে বিশ্ব শান্তি কামনা করে সমাপ্ত হয়।
এসময় উপস্থিত ছিলেন জুলুশ পরিচালনা কমিটির আহবায়ক মাস্টার ফজল আহমদ, রাঙ্গুনিয়া উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ সাংগঠনিক সম্পাদক মাস্টার আবদুল কাদের, ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ সভাপতি মাওলানা রফিকুল ইসলাম হেলালী, উপজেলা গাউসিয়া কমিটির সহ সভাপতি মাস্টার সিরাজুল ইসলাম, অধ্যাপক আহমদ শাহ আলমগীর, ইউনিয়ন সহ সাধারণ সম্পাদক মাওলানা আবদুস সাত্তার, অর্থ সম্পাদক মাওলানা হাফেজ মোবারক আলী, উপজেলা সদস্য ও ইউনিয়ন দপ্তর সম্পাদক মুহাম্মদ আবদুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক মাওলানা বেলাল হোসাইন, মাওলানা হাফেজ আলী আহমদ,  চন্দ্রঘোনা তৈয়বিয়া মাদ্রাসার মুদাররিস মাওলানা মো: হারুনুর রশিদ, হাফেজ মাওলানা সোবহান,মাওলানা লোকমান, মাওলানা ইব্রাহীম, আবু তৈয়ব, শায়ের মাওলানা মোজাম্মেল রেজা কাদেরী, মাওলানা আরাফাত, ওবায়দুল হক সহ বিভিন্ন ওলামায়ে কেরাম, গাউসিয়া কমিটি, ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা, এলাকার সর্বস্তরের সুন্নি ব্যাক্তিবর্গ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আহলে সুন্নাত ওয়াল জামাআতের জশনে জুলুস
সর্বশেষ সংবাদ