শরীয়তপুর গণ-অভ্যুত্থানে নিহত ৭ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা জামায়াতে ইসলামীর
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে নিহত শরীয়তপুর শহীদ পরিবারের সাথে মতবিনিময় করেন শরীয়তপুর জেলা জামায়াতে ইসলামী। এ সময় দলের পক্ষ থেকে শহীদ পরিবার গুলোকে ২ লাখ টাকা করে ৭ টি পরিবারকে মোট ১৪ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে পৌরসভা অডিটোরিয়ামে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আব্দুর রব হাসেমী।
জেলা জামায়াতের নায়েবে আমির কেএম মকবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মজলিসে শূরা সদস্য সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা আমির ও ফরিদপুর অঞ্চল সদস্য মাওলানা খলিলুর রহমান
এসময় প্রধান অতিথি এ এইচ এম হামিদুর রহমান আজাদ বক্তব্যে বলেন,ছাত্র-জনতার রক্তে অর্জিত স্বাধীনতা রক্ষায় সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়ে, জাতীয় ঐক্য গঠনের প্রয়োজনীয়তার কথা বলেন জামায়াতে ইসলামী নেতা হামিদুর রহমান আজাদ। শহীদ ৭ পরিবারের প্রতি অনুদান বিতরণকালে তিনি খুন-সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং আহতদের চিকিৎসা খরচ বহনের প্রতিশ্রুতি দেন। তিনি সাংবাদিকদের অনুরোধ করেন, শহীদ পরিবারের সম্মান রক্ষায় ছবি না তোলার জন্য।”
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা মজলিসে শূরা সদস্য মাওলানা জাফর আহাম্মদ, জেলা জামাতের সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী ইলিয়াস, ডামুড্যা পৌর আমির ও জেলা শূরা সদস্য মো. আতিকুর রহমান কবিরসহ জেলা ও উপজেলা জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।