জবিতে ‘আলাদীনের প্রদীপে যেভাবে দৈত্য এলো’ নাটকের বিশেষ প্রদর্শনী

 জবি প্রতিবেদক :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী আদনান মাহমুদ সৈকত নির্মিত ‘আলাদীনের প্রদীপে যেভাবে দৈত্য এলো’ নাটকের বিশেষ প্রদর্শনী হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নাটকের বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীর আয়োজক হিসেবে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এবং প্রচার সহযোগী হিসেবে খিড়কি ফিল্মস।
 অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সানজিদা ফারহানা, প্রিন্টমেকিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বজলুর রশিদ খান, বাংলা বিভাগের অধ্যাপক ফজলে এলাহী চৌধুরী, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষক রাগিব রহমান ও বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক – শিক্ষক বিধান রিবেরু। আরো উপস্থিত ছিলেন বঙ্গর নির্বাহী প্রযোজক সুফিয়ান রায়হান, গোলাম ইশতিয়াক।
অনুষ্ঠানের শুরুতে ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সানজিদা ফারহানা বলেন, শিক্ষার্থীদের নিজ থেকে এমন কাজের উদ্যোগের প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন বিভাগের শিক্ষার্থীরা সামনে তাদের সাফল্যের ধারা অব্যাহত রাখবে।
এরপর শুরু হয় সকলের জন্য উন্মুক্ত এ প্রদর্শনী। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনকে আরো প্রাণবন্ত করে তোলে।
দেশের স্বনামধন্য ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ’র প্রযোজনায় নির্মিত এ নাটকে অভিনয় করেছেন পার্থ শেখ, মারিয়া হোসেন শান্ত, হানিফ পালোয়ান, তাসপিয়া ইসলাম, মুস্তাফিজ তোফা, শফিকুল ইসলাম প্রমুখ। রহস্যে মোড়ানো নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন রাবি আহমেদ। প্রযোজক হিসেবে ছিলেন খালেদ সজীব।
আলাদীনের প্রদীপে কিভাবে দৈত্য এলো সে অজানা রহস্যের সমাধান নিয়ে একইসাথে আগামী ৬ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতেও মুক্তি পাচ্ছে নাটক ‘আলাদীনের প্রদীপে যেভাবে দৈত্য এলো’। বেকার যুবক আদনান কিভাবে আলাদীনের প্রদীপ পায় এবং প্রদীপ থেকে দৈত্যের বদলে একজন পরী বের হয়ে আসে, এরপরই তার সাথে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা।
প্রদর্শনী শেষে চলচ্চিত্র সমালোচক ও শিক্ষক বিধান রিবেরু বলেন, ‘আলাদীনের প্রদীপের চিরায়ত গল্পের যে আধুনিকায়ন দেখলাম, তার কৃত্বিত্ব লেখক ও পরিচালকের। এছাড়া প্রদীপের গল্পের আড়ালে বিভিন্ন সামাজিক সমস্যা, নারী পুরুষের সমতার যে বিষয়গুলো উঠে এসেছে তা সত্যিই প্রশংসার দাবিদার। ‘
কাহিনী ও চিত্রনাট্যকার রাবী আহমেদ বলেন, ‘প্রদীপের চিরায়ত গল্পটা একটা অন্য পার্সপেক্টিভ থেকে বলার চেষ্টা করেছি। কেন প্রদীপ থেকে দৈত্যের পরীবর্তে পরী বের হলো? প্রদীপে কেন দৈত্যে নেই? এমন সব প্রশ্নের সাথে, বর্তমান সময়ের কিছু সামাজিক ইস্যু যুক্ত করার চেষ্টা করেছি। আশা করি দর্শকদের ভালো লাগবে।’
নির্মাতা আদনান সৈকত জানান, ‘এটা আমার ওটিটির জন্য নির্মাণ করা প্রথম ফিকশন। বর্তমানে নাটকে যেধরণের গল্প বলা হয় তা থেকে একটু সরে এসে নতুন কিছু করার চেষ্টা করেছি। তবে নিজেদের নিজস্বতার ছাপ রাখার পাশাপাশি দর্শকদের বিষয়টাও মাথায় ছিল। আমি অনেক খুশি কারণ আমি একটা ভালো টিম পেয়েছি, যাদের সাহায্যে কাজটি করতে পেরেছি। আশা করি, সামনে আরো ভালো কাজ নিয়ে আসবো আপনাদের কাছে।’
এরপরই নির্বাহী প্রযোজক সুফিয়ান রায়হান ঘোষণা দেন, আলাদীনের এই কাহিনী নিয়ে আরও দুইটি গল্প নির্মাণ অর্থাৎ একটা ট্রিলজি করার পরিকল্পনা রয়েছে।  ‘আলাদীনের প্রদীপে যেভাবে দৈত্য এলো’ নাটকটি প্রযোজনা করেছে বঙ্গ এবং নির্মাতা প্রতিষ্ঠান।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * আলাদীনের প্রদীপে যেভাবে দৈত্য এলো * জবি * নাটকের বিশেষ প্রদর্শনী
সর্বশেষ সংবাদ