বাগেরহাটে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদকের বাড়ী থেকে আগ্নেয়স্ত্রসহ ১৯ রাউন্ড গুলি উদ্ধার
বাগেরহাটে যৌথ বাহিনীর অভিযানের প্রথম দিনে একটি আগ্নেয়াস্ত্র, ১৯ রাউন্ড বন্দুকের গুলি, নগদ টাকা, সরকারী পিসি কলেজের অধ্যক্ষের স্বাক্ষর করা ব্যাংক চেক, বিভিন্ন শিক্ষার্থীদের ব্যাংক একাউন্ডের জমা বই ও ইয়াবা গ্রহনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময়ে কাউকে গ্রেফতার করতে পারেনি আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা।
বুধবার বিকালে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় বাগেরহাট জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান অওশানের বাবার বাড়ী থেকে একটি একনলা বন্দুক ও ১৯ রাউন্ড বন্দুকের গুলি, সরকারী পিসি কলেজের অধ্যক্ষের স্বাক্ষর করা ব্যাংক চেক, বিভিন্ন শিক্ষার্থীদের ব্যাংক একাউন্ডের জমা বই ও টাকা উদ্ধার করা হয়।
নিধারিত সময়ে জমা না দেয়া একটি একনলা বন্দুক ও ১৯ রাউন্ড বন্দুকের গুলি জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সরদার ওশানের বাবা জেলা আওয়ামী লীগের শ্রম ও কর্মস্থান বিষয়ক সম্পাদক সরদার বদিউজ্জানের বলে নিশ্চিত করেছে পুলিশ। এরআগে এই এলাকায় জেলা যুবলীগের নেতা সোহেল হাওলাদার ওরফে কালা সোহেলের বাসা থেকে ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলে নিশিচত করেছে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপর (অপরাধ ও অভিযান ) মো. রাসেলুর রহমান।