শেখ হাসিনা খেয়া নৌকায় পাড় হয়ে নৌকাটি ডুবিয়ে দিয়ে পালিয়ে গেছে: খন্দকার মাশুকুর রহমান মাসুক

মাদারীপুর প্রতিনিধি:

৫ আগষ্ট ছাত্র-জনতার গনঅভ্যুত্থান ও বিপ্লবের মধ্যে দিয়ে ফ্যাসিষ্ট সরকার প্রধান শেখ হাসিনা খেয়া নৌকায় পাড় হয়ে নৌকাটি ডুবিয়ে দিয়ে পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক।

শনিবার দুপুরে কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন বেপারীর বাড়িতে উঠান বৈঠকের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্র দলের কেন্দ্রীয় সাবেক সহ সভাপতি এবিএম মাহমুদ সরদার, কালকিনি উপজেলার সাবেক আহবায়ক মিজানুর রহমান বেপারী,সদস্য সচিব এ্যাডভোকেট মিজানুর রহমান, কালকিনি উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান রতন,মাদারীপুর জেলা যুবদলের সহ-সভাপতি কামাল সরদার,কালকিনি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা দুলাল,কালকিনি পৌর বিএনপির সদস্য সচিব নাসিরউদ্দিন ফকির লিটনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

তিনি আরো বলেন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার চেয়ে মৃত্যু বরণ করা উচিত ছিল কারণ উনি নিজে পালিয়ে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের জলে ভাসিয়ে দিয়ে উনি ভারতে গিয়ে উঠেছে। তিনি আরো বলেন যে ছাত্রজনতা ও বিএনপির নেতাকর্মীরা দ্বিতীয় বারের মত এ দেশকে স্বাধীন করতে গিয়ে শহীদ হয়েছে আমি তাদের রুহের মাগফেরাত কামনা করছি এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের জন্য দোয়া কামনা করছি আল্লাহ পাক যেন তাদের দ্্রুত সুস্থতা দান করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * খন্দকার মাশুকুর রহমান মাসুক * শেখ হাসিনা খেয়া নৌকায় পাড়
সর্বশেষ সংবাদ