ফুলকি অফিস পরিদর্শন করেছেন ডা. দেওয়ান মো: সালাউদ্বিদন বাবু

 সাভার প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের হামলায় ভাংচুর লুটপাটে ক্ষতিগ্রস্ত ঢাকা জেলার একমাত্র ডিএফপি’র দৈনিক ফুলকি পত্রিকা অফিস আজ শুক্রবার সকালে পরিদর্শন করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
এসময় দৈনিক ফুলকি’র সম্পাদক নজমুস সাকিব তাকে হামলার ঘটনা বিষয়টি তুলে ধরেন। এসময় ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু দৈনিক ফুলকি অফিস ভাংচুর ও লুটপাটের ঘটনায় দুঃখপ্রকাশ করেন এবং নিন্দা জানান। সেই সাথে অভিযুক্তদের সর্বোচ্চ শাশ্তির দাবি করেন।
তিনি ফুলকির কার্যক্রম আরও গতিশীল করতে এবং ক্ষতি পুষিয়ে উঠতে দ্রুত সময়ের মধ্যে ২টি উপহার দেওয়ার ঘোষণা দেন। এসময় ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সাথে ছিলেন, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর লায়ন খোরশেদ আলম, সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর বিএনপি নেতা নজরুল ইসলাম, বিএনপি নেতা রফিকুল ইসলাম, বিএনপি নেতা শরিফুল আলম, যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদ, বিএনপি নেতা, আব্দুল মুন্নাফ, কবীর মাদবর, ইউসুফ আলীসহ অনেক।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ফুলকি অফিস পরিদর্শন
সর্বশেষ সংবাদ