গোপালপুরে মঙ্গল শোভাযাত্রা ও বণ্যার্তদের আর্থিক সহযোগী প্রদান
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে টাঙ্গাইল গোপালপুরে শ্রী শ্রী আনন্দময়ী মন্দির কমিটির আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও বানভাসি মানুষের সাহায্যের থে আর্থিক অনুদান প্রদান করলেন সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ।
(২৬ আগস্ট) সকাল ১১টায়টায় উপজেলার শ্রী শ্রী আনন্দময়ী দেবমন্দির প্রাঙ্গণে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন, ও বানভাসি মানুষের সাহায্যার্থে আর্থিক অনুদান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানা এর হাতে তুলে দেন সনাতন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দ।
হরিনাম সংকীর্তন সহ শোভাযাত্রাটি শ্রী শ্রী আনন্দময়ী দেবমন্দির থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো আনন্দময়ী দেবমন্দির এসে শেষ হয়। এতে বিভিন্ন বয়সীর ভক্তরা অংশ নেয়। এর আগে ধর্মীয় আলোচনা শেষে চলমান বন্যায় দুর্গতদের জন্য আনন্দময়ী দেবমন্দির, পালপাড়া দুর্গা মন্দির, গোপালপুর বাজার দুর্গা মন্দির কমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গোপালপুর উপজেলা শাখার সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, তদন্ত কর্মকর্তা মামুন ভূঁইয়া,বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, জাতীয়বাদী যুবদল উলজেলা শাখার আহবায়ক সাইফুল ইসলাম লেলিন,পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা শাখার ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ, উপজেলা শাখার শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্র দলের সভাপতি রোমান আহমেদ রোমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সমরেন্দ্র সরকার বিমল,পূজা উদযাপন পারিষদের প্রতিষ্ঠা সভাপতি অভিজিৎ দে মিন্টু, প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক প্রলয় কুণ্ডু, আনন্দময়ী দেবমন্দিরের সভাপতি চিত্তরঞ্জন সাহা,সাধারণ সম্পাদক দিলীপ, কুন্ডু গোপালপুর সরকারি কলেজের প্রভাষক ,উদয় চন্দ্র পাল, গোপালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দও সহ বিভিন্ন নেতৃবৃন্দ।